সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
-
1
২৫ বছর পর ভারতে সিরিজ জয়ের দোরগোড়ায় দক্ষিণ আফ্রিকা
-
2
টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর: শক্তিশালী সি গ্রুপে বাংলাদেশ
-
3
সোহান ও সাকলাইনকে কেনো সুপার ওভারে পাঠানো হলো ব্যাখ্যা দিলেন আকবর আলী
-
4
সংবাদসম্মেলনে নির্বাচকদের উপর ক্ষোভ প্রকার করলেন লিটন
-
5
গৌহাটিতে দক্ষিণ আফ্রিকার ঐতিহাসিক জয়: ৪০৮ রানে ভারতের লজ্জার পরাজয়
সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান
লিস্ট এ ক্রিকেটে সাকিব আল হাসান আজ খেলতে নেমেছিলেন ৩০৭ তম ম্যাচ। এর মধ্যে ২৪৭ টি ম্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ওয়ানডে। ৬০ তম ম্যাচে এসে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি (লিস্ট-এ) তুলে নিলেন সাকিব। জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক সাকিবের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা এখন ১০।
বিকেএসপিএর ৪ নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি।
৭৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন সাকিব। পরে চারের সংখ্যা বাড়ান আরও একটি।
২০১৯ বিশ্বকাপে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলার পর সেঞ্চুরি যেনো কোনভাবেই ধরা দিচ্ছিল না সাকিব আল হাসানের কাছে। ফিফটি তুলে নিয়েছেন, ৮০ পার করেছেন, ৯০ ও ছাড়িয়েছেন, তবে ১০০ ধরা দিচ্ছিল না। অবশেষে লিস্ট এ ক্রিকেটে তিন অঙ্কের দেখা। অপেক্ষাটা অনেক দীর্ঘ, তবে আপাতত শেষ হল।
