Image

সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 7 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান

সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান

সেঞ্চুরি খরা কাটালেন সাকিব আল হাসান

লিস্ট এ ক্রিকেটে সাকিব আল হাসান আজ খেলতে নেমেছিলেন ৩০৭ তম ম্যাচ। এর মধ্যে ২৪৭ টি ম্যাচই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের হয়ে খেলা ওয়ানডে। ৬০ তম ম্যাচে এসে ঘরোয়া ক্রিকেটে প্রথমবারের মতো সেঞ্চুরি (লিস্ট-এ) তুলে নিলেন সাকিব। জাতীয় দলের হয়ে ৯ ওয়ানডে সেঞ্চুরির মালিক সাকিবের লিস্ট এ সেঞ্চুরির সংখ্যা এখন ১০। 

বিকেএসপিএর ৪ নম্বর গ্রাউন্ডে গাজী গ্রুপ ক্রিকেটার্সের বিপক্ষে দাপুটে এক সেঞ্চুরি তুলে নিয়েছেন সাকিব আল হাসান। শেখ জামাল ধানমন্ডি ক্লাবের পক্ষে ৭৯ বলে ১০৭ রানের ইনিংস খেলে আউট হয়েছেন তিনি। 

৭৩ বলে ৮ চার ও ৭ ছক্কায় তিন অঙ্ক স্পর্শ করেন সাকিব। পরে চারের সংখ্যা বাড়ান আরও একটি। 

 

২০১৯ বিশ্বকাপে ১৭ জুন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১২৪ রানের ইনিংস খেলার পর সেঞ্চুরি যেনো কোনভাবেই ধরা দিচ্ছিল না সাকিব আল হাসানের কাছে। ফিফটি তুলে নিয়েছেন, ৮০ পার করেছেন, ৯০ ও ছাড়িয়েছেন, তবে ১০০ ধরা দিচ্ছিল না। অবশেষে লিস্ট এ ক্রিকেটে তিন অঙ্কের দেখা। অপেক্ষাটা অনেক দীর্ঘ, তবে আপাতত শেষ হল। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three