বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা
- 1
নিউজিল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার শক্তিশালী টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা
- 2
দুইজনের রান পুষিয়ে দিতে পেরে বেজায় খুশি ম্যাচসেরা জাকের আলি
- 3
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জটিলতা কাটল, সমাধান খুঁজে নিল আইসিসি
- 4
ভারতের কাছে পাত্তাই পেল না বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দল
- 5
ওয়েস্ট ইন্ডিজকে বাংলাওয়াশ করার ম্যাচেও আগে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা
বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের টাইটেল স্পন্সর সেনোরা
সাদা বলের সিরিজ খেলতে প্রথমবারের মত বাংলাদেশে আসছে আয়ারল্যান্ড নারী ক্রিকেট দল। এই সিরিজের টাইটেল স্পন্সর হিসাবে থাকছে সেনোরা এবং পাওয়ার্ড বাই রুচি। মঙ্গলবার মিরপুর শেরে-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে ঘোষণা করা হয় স্পন্সরদের নাম।
বাংলাদেশ ও আয়ারল্যান্ডের মধ্যকার এই সিরিজের নাম রাখা হয়েছে 'সেনোরা আয়ারল্যান্ড উইমেন্স ট্যুর অফ বাংলাদেশ ২০২৪ পাওয়ার্ড বাই রুচি'। স্পনসরদের পক্ষ থেকে সংবাদসম্মেলনে উপস্থিত ছিলেন স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড-এর হেড অফ মার্কেটিং ডক্টর জেসমিন জামান, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড-এর হেড। অফ মার্কেটিং মোঃ ইমতিয়াজ ফিরোজ এবং মিডিয়াকম লিমিটেড-এর সিইও অজয় কুমার কুণ্ডু।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ফাহিম সিনহা, নাজমুল আবেদীন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের উইমেন্স উইংয়ের হেড কাজী হাবিবুল বাশার সুমন ও ছিলেন এই সংবাদসম্মেলনে।
বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম বলেন, "আমরা আগে নারী ক্রিকেট শক্তিশালী করতে পর্যাপ্ত কাজ করতে পারিনি। তবে এবার পাইপলাইন গড়ার উদ্যোগ নিয়েছি। অনূর্ধ্ব-১৯ নারী ক্রিকেট দলের কোচ হিসেবে দেশের সেরা কোচদের একজন সারওয়ার ইমরানকে নিয়োগ দিয়েছি। বিকেএসপিতে ক্যাম্প করে অনূর্ধ্ব-১৯ দলকে প্রস্তুত করা হচ্ছে। আমরা অনূর্ধ্ব-১৬ দল নিয়েও কাজ করার পরিকল্পনা করছি। আমরা চাই আমাদের নারী ক্রিকেটাররা বছরে অন্তত ৪০-৫০টি ম্যাচ খেলার সুযোগ পাক। এটা করতে পারলে নারী ক্রিকেটের মান দ্রুত উন্নত হবে। ভবিষ্যতে আমরা আরও ভালো দল তৈরি করতে পারবো।"
প্রেস কনফারেন্সে বিসিবির প্রতিনিধিবৃন্দ সিরিজের পৃষ্ঠপোষকতা করার জন্য সেনোরা ও রুচি-কে ধন্যবাদ জানান। উপস্থিত সেনোরা-র প্রতিনিধি বিসিবি-কে ধন্যবাদ জানিয়ে দেশের নারী ক্রিকেট উন্নয়নে তাঁদের সম্পৃক্ততা বৃদ্ধির পাশাপাশি নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটারি ন্যাপকিনের মাধ্যমে দেশের সকল নারীর পিরিয়ডকালীন হাইজিন নিশ্চিত করার আশাও ব্যক্ত করেন।
উল্লেখ্য, ২২ নভেম্বর বাংলাদেশ সফরে আসবেন আইরিশ নারীরা। এই সিরিজের প্রথম ওয়ানডে ২৭ নভেম্বর। এবং পরের দু'টি যথাক্রমে ৩০ নভেম্বর ও ২ ডিসেম্বর, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এছাড়াও ৫, ৭ ও ৯ ডিসেম্বরে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে হবে সিরিজের তিনটি টি-টোয়েন্টি।