অশ্বিনের কথার জবাবে সাকিবের কড়া বার্তা
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 3 মাস আগে আপডেট: 1 সেকেন্ড আগে-
1
শুরুতেই জোড়া আঘাত রিশাদের, তবু মেলবোর্ন স্টার্সের কাছে হার হোবার্টের
-
2
হেডের অপরাজিত ১৪২ রানে অ্যাশেজে অজিদের কাছে ধরাশায়ী ইংল্যান্ড
-
3
ডেভন কনওয়ের ডাবল সেঞ্চুরিতে নিউজিল্যান্ডের পাহাড়সম রান
-
4
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ
-
5
বাংলাদেশের যুবা ক্রিকেটারদের সেমিফাইনালে বিদায়, ফাইনালে ভারত-পাকিস্তান
অশ্বিনের কথার জবাবে সাকিবের কড়া বার্তা
অশ্বিনের কথার জবাবে সাকিবের কড়া বার্তা
বিশ্বকাপ কিংবা মহাদেশীয় আসর, যেকোনো বড় টুর্নামেন্ট এলেই মাঠের লড়াইয়ের পাশাপাশি আলোচনায় চলে আসে কথার লড়াইও। সাবেক তারকা ক্রিকেটাররা বিশ্লেষণের নামে অনেক সময় এমন মন্তব্য করে বসেন, যা বিরূপ প্রতিক্রিয়ার জন্ম দেয়। সমর্থকরাও তাতে যুক্ত হয়ে কথার উত্তাপ আরও বাড়িয়ে দেন।
এ রকম পরিস্থিতিই তৈরি হয়েছে ভারতের অভিজ্ঞ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের এক মন্তব্যকে কেন্দ্র করে। এক ইউটিউব শোতে অশ্বিন বলেন, “বাংলাদেশকে নিয়ে বলার কিছু নেই।”
এই পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দলের তরুণ পেসার তানজিম হাসান সাকিব দিয়েছেন স্পষ্ট প্রতিক্রিয়া। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচের আগে আয়োজিত সংবাদ সম্মেলনে অশ্বিনের বক্তব্য নিয়ে প্রশ্ন করা হলে সাকিব বলেন,“আমার মুখ আছে। আমি যা ইচ্ছা তাই বলতে পারব। বিশেষ করে যারা চুক্তিতে নেই।”
টাইগার এই পেসার আরও বলেন, “আপনি কারো মুখ আটকে রাখতে পারবেন না। কে কী বলল না বলল, এগুলো আসলে কিছু আসে-যায় না। এগুলো doesn’t matter. আমরা বাংলাদেশকে প্রতিনিধিত্ব করি, এখানে একটা লক্ষ্য নিয়ে এসেছি। আমরা আমাদের সেরাটা দেব। আমাদের কে বড় দল বলল, ছোট দল বলল এসব কিছু না।”
