Image

রাহুল দ্রাবিড়কে নিয়ে রোহিত শর্মার আবেগী বার্তা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রাহুল দ্রাবিড়কে নিয়ে রোহিত শর্মার আবেগী বার্তা

রাহুল দ্রাবিড়কে নিয়ে রোহিত শর্মার আবেগী বার্তা

রাহুল দ্রাবিড়কে নিয়ে রোহিত শর্মার আবেগী বার্তা

ভারতকে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতিয়ে প্রধান কোচের দায়িত্ব ছেড়েছেন রাহুল দ্রাবিড়। ওয়ানডে বিশ্বকাপ ফাইনাল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হারের পর অধিনায়ক ও কোচ হিসাবে রোহিত শর্মা ও রাহুল দ্রাবিড় জুটির ভারতকে ট্রফি জেতাতে না পারা নিয়ে হয়েছে অনেক সমালোচনা। তবে দিনশেষে জয় হয়েছে রোহিত-রাহুলদের ই।

তাই তো প্রধান কোচ রাহুল দ্রাবিড়ের বিদায়ে আবেগে আপ্লুত হয়ে পড়েছেন রোহিত শর্মা। ইন্সটাগ্রামে দ্রাবিড়কে বিদায় জানিয়ে করেছেন বড় একটি পোস্ট। সেই লেখাতেই স্পষ্ট প্রিয় কোচের বিদায়ে কতটা কতটা আবেগী হয়ে পরেছেন অধিনায়ক। 

ইন্সটাগ্রামে রোহিত শর্মা লেখেন, ' প্রিয় রাহুল ভাই, আপনাকে নিয়ে আমার মনের কথাগুলো প্রকাশের জন্য শব্দ খুঁজে পাচ্ছিলাম না, জানি না কখনো পাব কিনা-তাই আজ সাহস করে লিখেই ফেললাম।' 

রাহুল দ্রাবিড়ের সাথে কাজ করতে পেরে নিজেরে ভাগ্যবান বলে রোহিত শর্মা আরো লেখেন, 'দেশের শতকোটি মানুষের মতো আমিও আপনাকে দেখেই বড় হয়েছি। আমি ভাগ্যবান যে আপনার সঙ্গে কাজ করতে পেরেছি। আপনি এত বড় মাপের একজন ক্রিকেটার হয়েও নিজের সব অর্জনকে দূরে সরিয়ে আমাদের কোচ হয়েছিলেন। আপনি নিজেকে আমাদের সঙ্গে এমনভাবে মানিয়ে নিয়েছিলেন যে আমরা আপনাকে যেকোনো কিছু বলতে পারতাম। আপনার নম্রতা এবং এত বছর পরও ক্রিকেটের প্রতি অনুরাগ আমাদের মুগ্ধ করে। '

কোচের কাছ থেকে অনেক কিছু শিখেছেন জানিয়ে তিনি আরো লেখেন, 'আমি আপনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আমার স্ত্রী আপনাকে আমার কর্মক্ষেত্রের স্ত্রী বলে, আর আমিও সৌভাগ্যবান যে সেটা আপনাকে বলতে পারি।' 

একসঙ্গে বিশ্বকাপ জিততে পারায় খুশি রোহিত শর্মা। 'এতদিন আপনার কাছে শুধু শিরোপা টাই ছিলোনা। আমি অত্যন্ত খুশি যে আমরা একসঙ্গে এই শিরোপা জিততে পেরেছি। রাহুল ভাই, আপনাকে আমার বিশ্বস্ত, কোচ, বন্ধু বলতে পেরে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি।'

 

Details Bottom
Details ad One
Details Two
Details Three