অভিষেকের ক্যাপ পরালেন বাবা, যে কীর্তি লেখা হয়েছে রিয়ান পরাগের নামে
অভিষেকের ক্যাপ পরালেন বাবা, যে কীর্তি লেখা হয়েছে রিয়ান পরাগের নামে
অভিষেকের ক্যাপ পরালেন বাবা, যে কীর্তি লেখা হয়েছে রিয়ান পরাগের নামে
আসামের প্রথম ক্রিকেটার হিসাবে ভারতীয় জাতীয় ক্রিকেট দলে সুযোগ পেয়ে অনন্য কীর্তি গড়েছেন রিয়ান পরাগ। অনেক কাঠখড় পুড়িয়ে জাতীয় দলে জায়গা পেতে হয়েছে এই ক্রিকেটারের। ঘরোয়া লিগে ধারাবাহিক ভাবে ভালো করার সুবাদে মিলেছে এই সুযোগ।
নামের শেষে পদবী নয় বরং বাবার নাম থাকবে এটাই চেয়েছিলেন রিয়ানের বাবা। ২২ বছর বয়সী তারকার মাথায় অভিষেক ক্যাপ পরিয়ে দেন তাঁর বাবা পরাগ দাস। সাধারণত অভিষেক ক্যাপ পরিয়ে দেন অধিনায়ক তবে রিয়ানের ব্যাপারে ঘটেছে ভিন্ন কিছু। ছেলের স্বপ্নপূরণের সাক্ষী থাকতে পেরেছে তার পরিবার।
শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে অভিষেক হয়েছে পরাগের। প্রথম ম্যাচে অবশ্য ভালো করতে পারেননি তিনি। ব্যাট করতে নেমে ৩ বলে ২ রান করে আউট হয়ে গিয়েছেন। এরপর করেননি বলও।
রিয়ান পরাগের অভিষেক হয়েছে '১২' নাম্বার জার্সিতে। যেই জার্সি নাম্বারে এক সময় মাঠ কাঁপাতো যুবরাজ সিং। এবং রিয়ানের ব্যাটিং পজিশন ৪ নাম্বারে। বর্তমানে যেই জায়গায় ভালো ভাবেই থিতু হয়েছে টি-টোয়েন্টি ফর্মেটে ভারতের সেরা ব্যাটার সুরিয়াকুমার যাদব। তাই রিয়ান পরাগের জাতীয় দলে টিকে থাকার চ্যালেঞ্জটা অনেক কঠিন।
একটি ভিডিও বার্তায় রিয়ান পরাগ নিজের অনূভুতির কথা জানিয়ে বলেন, 'ভারতের জার্সি গায়ে জড়িয়ে ভ্রমন করাটা আলাদা অনুভুতি । আসামে থেকে আমি সব সময় ভারতের জাতীয় দলের হয়ে খেলার স্বপ্ন দেখেছি। সত্যিই খুব ভালো লাগছে।'
এবছর আইপিএলে ১৪৯.২২ স্ট্রাইক রেটে ৫৭৩ রান করেছেন রিয়ান পরাগ। রাজস্থান রয়্যালসের হয়ে চার নম্বরে নিজের জায়গা পাকা করেছেন তিনি।