Image

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের ৪০০ ওয়ানডে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 3 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের ৪০০ ওয়ানডে

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের ৪০০ ওয়ানডে

ম্যাচ রেফারি রঞ্জন মাদুগালের ৪০০ ওয়ানডে

ভারত-শ্রীলঙ্কার মধ্যকার তৃতীয় ওডিআইয়ের দায়িত্ব নেওয়ার সাথে রঞ্জন মাদুগালে ৪০০টি ওয়ানডেতে দায়িত্ব পালনকারী প্রথম ম্যাচ রেফারির কীর্তি গড়েন। ম্যাচ রেফারি হিসেবে ৪০০তম ওয়ানডে, মাদুগালেকে অভিনন্দন জানিয়েছে আইসিসি। আইসিসি ম্যাচ রেফারি হিসাবে তার ৩১ বছরের ক্যারিয়ার ইতিহাসে দীর্ঘতম। 

ম্যাচ রেফারিদের এমিরেটস আইসিসি এলিট প্যানেলের দীর্ঘমেয়াদী সদস্য মাদুগালে বুধবার কলম্বোতে শ্রীলঙ্কা ও ভারতের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ল্যান্ডমার্কে পৌঁছেছেন। কৃতিত্বকে শ্রদ্ধা জানাতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এবং আইসিসির পক্ষ থেকে এসএলসি সিইও অ্যাশলে ডি সিলভা একটি ফলক প্রদান করেন।

মাদুগালে ১৯৯৩ সাল থেকে ম্যাচ রেফারি হিসাবে ২০০ টিরও বেশি টেস্টে দায়িত্ব পালন করেছেন, এটি একটি রেকর্ডও। এছাড়াও, তিনি আইসিসির প্রধান ম্যাচ রেফারির দায়িত্ব পালন করেছিলেন। তিনি রেকর্ড ২১৬টি পুরুষদের টেস্ট ম্যাচ, ১৬৩টি পুরুষদের টি-টোয়েন্টি, ১৪টি নারী ওয়ানডে এবং আটটি টি-টোয়েন্টি ম্যাচে রেফারির ভূমিকায় ছিলেন। 

আইসিসির অফিসিয়াল হওয়ার আগে মাদুগালে ব্যাটার হিসেবে শ্রীলঙ্কার হয়ে ২১টি টেস্ট এবং ৬৩টি ওয়ানডে খেলেছিলেন। আইসিসি ম্যাচ রেফারি হিসেবে তার প্রথম নিয়োগ ১৯৯৩ সালের ডিসেম্বরে করাচিতে পাকিস্তান ও জিম্বাবুয়ের মধ্যে টেস্ট ম্যাচের জন্য।

Details Bottom
Details ad One
Details Two
Details Three