পরিচালক পদে লড়তে মাঠে রাজ্জাক, ছাড়লেন নির্বাচকের দায়িত্ব
৯৭ প্রতিবেদক: মোহাম্মদ আফজল
প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 ঘন্টা আগে
পরিচালক পদে লড়তে মাঠে রাজ্জাক, ছাড়লেন নির্বাচকের দায়িত্ব
পরিচালক পদে লড়তে মাঠে রাজ্জাক, ছাড়লেন নির্বাচকের দায়িত্ব
বাংলাদেশের প্রথম শ্রেণির ক্রিকেটে সর্বোচ্চ উইকেটশিকারি বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাক ক্রিকেট মাঠে যেমন সফল ছিলেন, ঠিক তেমনি মাঠের বাইরে প্রশাসনিক ভূমিকাতেও সক্রিয় হতে যাচ্ছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে খুলনা বিভাগ থেকে পরিচালক পদে লড়তে যাচ্ছেন তিনি। এ লক্ষ্যে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন এবং এর সঙ্গে সঙ্গে বিসিবির নির্বাচক পদ থেকেও পদত্যাগ করেছেন রাজ্জাক।
বিসিবি নির্বাচন সামনে রেখে শনিবার সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলেন রাজ্জাক। তিনি জানান, দীর্ঘদিন খেলোয়াড় হিসেবে দেশের ক্রিকেটে অবদান রাখার পর নির্বাচক হিসেবেও সততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এবার তিনি আরও একটি ধাপ এগিয়ে ক্রিকেট উন্নয়নে ভূমিকা রাখতে চান পরিচালক হিসেবে।
রাজ্জাক জানান, "অবশ্যই, অবশ্যই। আমি অনেকদিন ক্রিকেট খেলেছি, খেলায় কিছুটা অবদান রাখার চেষ্টা করেছি। তারপর আমি নির্বাচক ছিলাম। সেখানেও চেষ্টা করেছি সততার সাথে যত কিছু করা যায়। সেখানে কিছুদিন ছিলাম। তারপর আমার মনে হয়েছে যে, আরেক ধাপ এগিয়ে যদি ক্রিকেটের জন্য কিছু করা যায়। এই সুযোগটা যদি থাকে, প্রকৃতপক্ষে আমি ক্রিকেটের জন্য ভাল কিছু করার জন্যই পরিচালক পদে আসা।"
একসময় জাতীয় দলে দীর্ঘদিন খেলা, এরপর নির্বাচক হিসেবে কাজ, সবকিছু ছাপিয়ে এবার নির্বাচনে অংশ নেওয়া—দায়িত্বের চাপ প্রসঙ্গে তিনি জানান, খুলনা বিভাগ থেকেই সমর্থন পাওয়ায় তার জন্য সিদ্ধান্ত নেওয়া সহজ হয়েছে। তাই এটি তার কাছে কোনো চাপের বিষয় নয়।
এ প্রসঙ্গে রাজ্জাক বলেন,"আসলে চাপের কিছু নেই, যেহেতু খুলনা বিভাগ থেকেই তারা আমাকে চেয়েছেন। যে কারণে আমার এই সিদ্ধান্ত নিতে সহজ হয়েছে। তাই এটা চাপের কিছু না। যেহেতু এটা একটা নির্বাচন, আমাকে কিন্তু মানসিকভাবে এভাবেই আগাতে হবে, যে আমাকে নির্বাচনই করতে হবে।"
নির্বাচন ও পদত্যাগ নিয়ে রাজ্জাক বলেন, "আমি সকাল থেকেই আমার কাজে ছিলাম। এখন আসলাম এসে ফরম কিনলাম। আমি সিলেটে ছিলাম, সেখান থেকে এসে যখন ফরম কিনলাম তারপর আমি নির্বাচক থেকে পদত্যাগ করেছি। এখন এটা বিসিবির ব্যাপারে, দেখার বিষয় কখন এটা গ্রহণ হয়।"
সিলেটে চলমান জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল টি–টোয়েন্টি) পারফরম্যান্স, এশিয়া কাপ শেষে আসন্ন আফগানিস্তান সিরিজের দল নির্বাচন এবং দায়িত্ব হস্তান্তর নিয়েও তিনি কথা বলেন।
সদ্য সাবেক বিসিবি নির্বাচকের ভাষ্য,"কথা হয়েই আছে, আমার দিক থেকে, এখন থেকে তো আমি আর নির্বাচকের দায়িত্বে নেই। যদি বোর্ড মনে করে যে, আমাকে আবার আসতে হবে, জানাতে হবে, বসতে হবে, কথা বলতে হবে। আমার কোনো সমস্যা নেই, আমি আসব। যেহেতু আমি দিয়েছি, জমাটা আমিই দিয়েছি। আমার কাছে মনে হয়েছে যে, এখন থেকে যারা দায়িত্বে আছেন, আসলে বিষয়টা তারাই দেখবেন।"
সর্বশেষ দল নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, "নিয়ম অনুযায়ী যতটুকু কথা হওয়া দরকার তার সবটুকু কথা হয়েছে। এখন যারা আছেন, পরবর্তী সিদ্ধান্ত তারাই নিবেন। শান্ত ভাই (হাসিবুল হোসাইন) নতুন এসেছেন, লিপু ভাই তো আছেনই। উনারা সিদ্ধান্ত নিবেন, যদি নতুন কোনো সিদ্ধান্ত নিতে হয়। আর যদি না নেওয়ার থাকে, তাহলে আগে যে কথা হয়েছে সেই অনুযায়ী যাবেন।"
নির্বাচনে জয়ের ব্যাপারে তিনি বেশ আত্মবিশ্বাসী। পরিচালক পদে জয় নিয়ে রাজ্জাক বলেন, "খুবই আশাবাদী, ভাই। যেহেতু সবার সাড়া পেয়েছি, আমি জেতার ব্যাপারে খুবই আশাবাদী।"
পরিচালক পদে দাঁড়ানোর পেছনে উদ্দেশ্য নিয়ে রাজ্জাক বলেন, "ক্রিকেটের উন্নতি করা, ভাই। যেহেতু আমি ক্রিকেটার ছিলাম, খেলার সময় অবদান রাখার চেষ্টা করেছি। নির্বাচক প্যানেলে যখন ছিলাম, সেখানেও চেষ্টা করেছি। এর পরবর্তী যেখানে যেখানে যাব, সেখানেও ক্রিকেটের উন্নতির কাজ করার চেষ্টা করব। আমি যদি কোচিংয়েও আসি, সেখানেও আমি চেষ্টা করব ক্রিকেটের উন্নতি করার।"
নির্বাচনে সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণকে ইতিবাচক হিসেবেই দেখছেন বিসিবির সদ্য সাবেক এই নির্বাচক। তাঁর মতে, "এটা খুবই ভাল, আলহামদুলিল্লাহ। এরা আরো বেশি বুঝবে বিষয়টা, আসলে ভাল। যত বেশি ক্রিকেটাররা আসবে, তত ভাল।''