Image

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বাড়ল; কেউ ফিরবে না খালি হাতে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বাড়ল; কেউ ফিরবে না খালি হাতে

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বাড়ল; কেউ ফিরবে না খালি হাতে

চ্যাম্পিয়নস ট্রফির প্রাইজমানি বাড়ল; কেউ ফিরবে না খালি হাতে

১৯ ফেব্রুয়ারি শুরু হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ৮ দল। গ্রুপ পর্বে বাংলাদেশ খেলবে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এরপর সেমিফাইনালের পর টুর্নামেন্টের ফাইনাল ৯ মার্চ। চ্যাম্পিয়ন দল ২.২৪ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি জিতবে। বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৯ কোটি টাকা। 

শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফির প্রাইজমানি প্রকাশ করে আইসিসি। গত আসরের তুলনায় এই প্রাইজমানি প্রায় দ্বিগুণ করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি। আইসিসির এই টুর্নামেন্টে কেউ শূন্য হাতে ফিরবে না।

প্রাইজ মানি দ্বিগুণ করল আইসিসি। মোট ৬.৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থ পুরস্কার নিয়ে হাজির ২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। যা ২০১৭ সংস্করণ থেকে রেকর্ড ৫৩% বেশি। ৯ মার্চ ফাইনালে যে দল শিরোপা জয়ের আনন্দে ভাসবে, তারা পাবে ২৯ কোটি টাকা।

২০১৭ সালের পর প্রথমবারের মতো মাঠে গড়াবে চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। প্রত্যাবর্তনের আট দলের টুর্নামেন্টের বিজয়ীরা ২.২৪ মিলিয়ন মার্কিন ডলারের প্রাইজমানি জিতবে। রানার্স আপ পাবে ১.১২ মিলিয়ন ডলার। হেরে যাওয়া সেমিফাইনালিস্টরা প্রত্যেকে ৫৬০,০০০ ইউএস ডলার নিয়ে চলে যাবে।

গ্রুপ পর্বের প্রতি ম্যাচে জয়ী দল পাবে ৩৪ হাজার ডলার, বাংলাদেশি টাকায় যা ৪১ লক্ষ টাকা। পঞ্চম ও ষষ্ঠ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করা দল পাবে সাড়ে ৩ লাখ ডলার। ৭ম ও ৮ম স্থানে শেষ করা দল দুটি পাবে ১ লাখ ৪০ হাজার ডলার। এছাড়াও প্রতিটি অংশগ্রহণকারী দল পাচ্ছে ১ লাখ ২৫ হাজার ডলার।

টুর্নামেন্টে কোনো কোনো দল কোনো ম্যাচ না-ই জিততে পারে। তবু শুধু অংশ নেওয়ার জন্য প্রাইজমানি হিসেবে সেই দলগুলো পাবে ২ লাখ ৬৫ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২০ লাখ টাকারও বেশি)। 

চ্যাম্পিয়নস ট্রফিতে বাংলাদেশ দলের প্রথম ম্যাচ ২০ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে। গ্রুপ পর্বে নাজমুলদের অন্য দুই প্রতিপক্ষ নিউজিল্যান্ড ও পাকিস্তান।

Details Bottom
Details ad One
Details Two
Details Three