এলপিএল নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ
এলপিএল নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ
এলপিএল নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ
লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৪ এর খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত হবে আগামীকাল (২১ মে)। কলম্বোতে এই নিলামে উঠবে শ্রীলঙ্কা ও অন্যন্য দেশের মোট ৪২০ ক্রিকেটার।
৪২০ ক্রিকেটারের মধ্যে ১৫৪ জন শ্রীলঙ্কান, বাকি সবাই অন্যান্য ক্রিকেট খেলুড়ে দেশের। লঙ্কান সময় বেলা ১২ টায় শুরু হবে নিলাম। ১৮ টি রাউন্ডে ক্রিকেটার নেবার পর ফ্র্যাঞ্চাইজি গুলো ত্বরান্বিত গতির নিলামে ক্রিকেটার নিতে পারবে।
আগেরবারের মত এবারও এলপিএল নিলামের নিলাম প্রক্রিয়া সম্পন্ন করবেন চারু শর্মা।
নিলামের আগে প্রি সাইনড ও রিটেইনড ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো।
কলম্বো- চামিকা করুণারত্নে, থিসারা পেরেরা, সাদিরা সামারাবিক্রমা, নিপুন ধনঞ্জয়া, শাদাব খান, গ্লেন ফিলিপস।
ডাম্বুলা- দিলশান মাদুশঙ্কা, নুয়ান থুশারা, দুশান হেমন্ত, প্রবীন জয়াবিক্রমা, মুস্তাফিজুর রহমান, ইব্রাহিম জাদরান।
গল- ভানুকা রাজাপাকশে, লাসিথ ক্রসপুল, নিরোশান ডিকওয়েলা, মাহিশ থিকশানা, টিম সেইফার্ট, অ্যালেক্স হেলস।
জাফনা- কুশল মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, চারিথ আসালাঙ্কা, বিজয়াকান্ত বিয়াসকান্থ, আজমতউল্লাহ ওমরজাই, নুর আহমেদ।
ক্যান্ডি- ওয়ানিন্দু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথুস, দুশমান্থ চামিরা, কামিন্দু মেন্ডিস, আন্দ্রে ফ্লেচার, কাইল মায়ের্স।
জুলাইয়ের ১ তারিখ থেকে ২১ অব্দি মাঠে গড়াবে এলপিএলের ৫ম আসর।
২৪ ক্রিকেট খেলুড়ে দেশের ক্রিকেটার আগ্রহ দেখিয়েছেন এলপিএল খেলার। নিলাম থেকে যাদের থেকে ক্রিকেটার বাছাই করবে ৫ ফ্র্যাঞ্চাইজি।
আগ্রহ দেখানো ক্রিকেটারের মধ্যে আছেন তামিম ইকবাল, টিম সাউদি, র্যাসি ভ্যান ডার ডুসেন, জিমি নিশাম, মুশফিকুর রহিম, রেজা হেন্ড্রিক্স, রাইলি রুশো, শাই হোপ, তাসকিন আহমেদ, লুঙ্গি এনগিডি, নাসিম শাহ, রহমানউল্লাহ গুরবাজ, নাজমুল হোসেন শান্ত, কলিন মুনরো, ইশ সোধি, মার্ক চ্যাপম্যান, জেসন বেহরেনডর্ফ, আন্দ্রে ফ্লেচারম ওশানে থমাস, কিমো পল, ফ্যাবিয়ান অ্যালেনের মত তারকা ক্রিকেটার।
এছাড়া উসমান খাজা, তাব্রাইজ শামসি, এভিন লুইস, মুজিব উর রহমান, নুর আহমেদ, রিস টপলি, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, গুলবেদিন নাইব, ইব্রাহিম জাদরানও আগ্রহ দেখিয়েছেন।
বাংলাদেশ থেকে উল্লেখযোগ্য- মুশফিকুর রহিম, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, তাসকিন আহমেদ।