এক ওভারেই ৩৬, পুরান ঝড়ে উড়ে গেল আফগানিস্তান
এক ওভারেই ৩৬, পুরান ঝড়ে উড়ে গেল আফগানিস্তান
এক ওভারেই ৩৬, পুরান ঝড়ে উড়ে গেল আফগানিস্তান
আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ এর গ্রুপ পর্বের শেষ ম্যাচে আফগানিস্তানকে ১০৪ রানের বিশাল ব্যাবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ‘সি’ গ্রুপ থেকে ওয়েস্ট ইন্ডিজ ও আফগানিস্তান দুই দল সুপার এইট নিশ্চিত করেছে অবশ্য এই ম্যাচের আগেই। কাজেই এই ফলাফলের বিশেষ গুরুত্ব ছিলোনা, তবে এই ম্যাচের মাধ্যমে সুপার এইটের প্রস্তুতি সারতে পেরেছে দুই দল।
সেন্ট লুসিয়ায় টসে হেরে ব্যাটিং করতে নেমে ঝড়ো ব্যাটিংয়ে ২১৮ রান পাহাড় তুলেছিল ওয়েস্ট ইন্ডিজ। যা এবারের বিশ্বকাপে এখন অব্দি সর্বোচ্চ রান। রেকর্ড সংগ্রহ তাড়া করতে নেমে ১১৪ রানে গুটিয়ে গেছে আফগানিস্তান। হেরে যায় ১০৪ রানে।
প্রথমে ব্যাট করতে নেমে ব্রেন্ডন কিং কে হারায় ওয়েস্ট ইন্ডিস। অপর ওপেনার জনসন চার্লস ও ৩ এ নামা নিকোলাস পুরান পাওয়ার প্লে তে আফগান বোলারদের উপর চড়াও হতে শুরু করেন। পাওয়ার প্লে তেই তারা সংগ্রহ করে ৯২ রান যা বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ।
এদিন আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারেই ৩৬ রান তোলেন পুরান (অতিরিক্ত সূত্রের রান সহ)।
২৭ বলে ৪৩ রান করে ইনিংসের অষ্টম ওভারে আউট হন চার্লস। তারপর কিছুটা মন্থর হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ইনিংস। তবে শেষ ৫ ওভারে আবারো নিজেদের চেনা রূপে ফিরে আসেন ক্যারিবিয়ান ব্যাটাররা। ১৬ থেকে ২০ এই ৫ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করে ৭০ রান। ৫৩ বলে ৯৮ রান করে ইনিংসের শেষ ওভারে রানআউট হন পুরান।
২১৯ রানের লক্ষ্যে কোনো রান না করেই ফেরেন আফগান ওপেনার গুরবাজ। তাঁর উইকেট হারিয়ে প্রথম ৬ ওভারে আফগানিস্তান তুলতে পারে মাত্র ৪৫ রান। তারপর একের পর এক উইকেট হারাতে শুরু করে আফগানিস্তান। আফগানদের হয়ে সর্বোচ্চ ৩৮ রান করেন ইব্রাহিম জাদরান। ওমরজাই করেন ২৩। ১৬.২ ওভারেই ১১৪ রান করে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
৫৩ বলে ৯৮ রান করে প্লেয়ার অব দ্যা ম্যাচ হয়েছেন নিকোলাস পুরান। আফগানিস্তানের বিপক্ষে ৮ ছক্কা মেরে স্বীকৃতি টি-টোয়েন্টিতে ষষ্ঠ ব্যাটসম্যান হিসেবে ৫০০ ছক্কার ক্লাবে পৌঁছেছেন পুরান।