Image

চার সিনিয়রকে রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
চার সিনিয়রকে রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

চার সিনিয়রকে রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

চার সিনিয়রকে রেখে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা

ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ফিরলেন নিকোলাস পুরান, শিমরন হেটমায়ার, আন্দ্রে রাসেল, আকিল হোসেইন। তবে সাসপেনশনে থাকা ফাস্ট-বোলার আলজারি জোসেফের স্থলাভিষিক্ত হয়েছেন ম্যাথু ফোর্ড।

শনিবার এবং রবিবার বার্বাডোসে প্রথম দুই ম্যাচের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। গত মাসে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজে ছিলেন না পুরান-রাসেলরা। ৯ নভেম্বর থেকে শুরু হওয়া ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম দুই টি-টোয়েন্টির জন্য ওয়েস্ট ইন্ডিজ দলে তাদের ডাকা হয়েছে। 

চার সিনিয়র খেলোয়াড়ের অন্তর্ভুক্তির ফলে, ফ্যাবিয়ান অ্যালেন, অ্যালিক অ্যাথানাজে, আন্দ্রে ফ্লেচার এবং শামার স্প্রিংগার স্কোয়াড থেকে বাদ পড়েছেন। ব্যক্তিগত কারণে গত মাসে শ্রীলঙ্কায় ওয়েস্ট ইন্ডিজের আগের টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারেনি। 

ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ডের তৃতীয় ওয়ানডে চলাকালে অধিনায়ক শাই হোপের সঙ্গে তর্কে জড়িয়ে মাঠ থেকে বেরিয়ে গিয়েছিলেন আলজারি জোসেফ। মাঠে অপেশাদার আচরণের কারণে তাকে ২ ম্যাচের জন্য নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। আর একারণেই আলজারি নেই প্রথম দুই টি-টোয়েন্টির দলে। 

টি-টোয়েন্টি স্কোয়াড:রোভম্যান পাওয়েল (অধিনায়ক), রোস্টন চেজ, ম্যাথু ফোর্ড, শিমরন হেটমায়ার, টেরেন্স হিন্ডস, শাই হোপ, আকিল হোসেইন, শামার জোসেফ, ব্র্যান্ডন কিং, এভিন লুইস, গুদাকেশ মতি, নিকোলাস পুরান, আন্দ্রে রাসেল, শেরফানে রাদারফোর্ড, রোমারিও শেফার্ড। 

Details Bottom