Image

টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হবে খেলোয়াড়দের: মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হবে খেলোয়াড়দের: মিরাজ

টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হবে খেলোয়াড়দের: মিরাজ

টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হবে খেলোয়াড়দের: মিরাজ

বাংলাদেশের ব্যাটিং নিয়ে নির্দিষ্ট কোনো ব্যাখ্যা নেই মেহেদী হাসান মিরাজের কাছে। আজ তৃতীয় দিনের খেলায় বাংলাদেশের সামনে যে পাহাড়সম লক্ষ্যমাত্রা দাঁড় করিয়েছে শ্রীলঙ্কা, তাঁর বিপরীতে স্বাগতিকদের চেষ্টা চোখে পড়েছে সামান্য। দিনের শেষ ভাগে ব্যাট হাতে নেমে ৫ উইকেট হারিয়েছে মিরাজরা। দলীয় খাতায় ৪৭ রান। এখনো লম্বা পথ পাড়ি দিতে হবে। যেখানে হারের দিকে ঝুলে গেছে বাংলাদেশের পাল্লা।

বিশেষ করে ব্যাটারদের জন্য ভালো খেলতে হবে। বাংলাদেশি অলরাউন্ডার মিরাজ সংবাদ সম্মেলনে এসে তাই বললেন। কিন্তু বাংলাদেশের ব্যাটারদের থেকে সেই দৃশ্য অনুপস্থিত। প্রথম ইনিংসে ১৮৮ রানে অলআউট হয়ে শ্রীলঙ্কার লিড বাড়িয়েছে দল। আর এখন যে লক্ষ্যমাত্রা, তাতে জয়ের ভাবনা নিয়ে আসা স্বাভাবিক নয়।

আজকে শেষের ব্যাটিংয়ের ব্যাখ্যা দিতে গিয়ে মিরাজ বলেন,

“এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সে ভালো বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী ঐ মোমেন্টে কী চিন্তা করছে। আমার কাছে মনে হয় শেষ দিকে এটা কঠিন অবশ্যই। আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। আলাদা করে আউটগুলো আমাদের যেগুলো হয়েছে হতাশাজনক। তারপরেও ভালো খেলার চেষ্টা করব, আমরা যারা আছি মুমিনুল ভাই রান করতে পারলে ভালো, আমি যদি ব্যাটিং করি, ভালো একটা অবস্থানে যদি দিতে পারি তাহলে আমাদের জন্য ভালো হবে।''

টেস্টে এখনো বাংলাদেশের দক্ষতার ঘাটতি আছে। যা মিরাজের কথাতেও পরিষ্কার। লাল বলের ক্রিকেটে যে ধৈর্য ও ইচ্ছাশক্তি দেখাতে হয়- তার কমতি চোখে পড়ে বাংলাদেশ দলে। এমন অবস্থায় মিরাজ বলেন,

“আমাদের আরও স্কিল ডেভলপ করতে হবে। আমাদের কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে। যে বলটা ছাড়তে পারি ইজিলি সেটা হয়ত খেলে দিচ্ছি, তখন হয়ত আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটটা আরও উন্নতি করতে হবে প্লেয়ারদের।''

Details Bottom
Details ad One
Details Two
Details Three