Image

পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান

পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান

পাকিস্তান সফর বাতিল করলো আফগানিস্তান

সবই ঠিকঠাক ছিলো। পাকিস্তানে দুটি প্রীতি ম্যাচ খেলতে জুলাইয়ে যাবে আফগানিস্থান। কিন্ত হঠাৎই সফর বাতিলের ঘোষনা আফগান ক্রিকেট বোর্ডের। গত সপ্তাহেই দুই দেশের ক্রিকেটের উন্নয়নে দুটি প্রীতি ম্যাচ খেলার আয়োজন করে পাকিস্তান এবং আফগানিস্থান ক্রিকেট বোর্ড। 

যার একটি ম্যাচ হওয়ার কথা আফগানিস্থানের কাবুলে অন্যটি পাকিস্তানের লাহোরে। আফগানিস্থান ক্রিকেট, শুরু থেকেই তাদের সহযোগিতা করে আসছে পাকিস্তান। পাকিস্তান তাদের ভেন্যু ব্যাবহার কিংবা ক্যাম্প করার জন্য সুযোগ করে দিতো। 

এছাড়াও বয়সভিত্তিক দল, ‘এ’ দল পাঠাতো আফগানিস্থানে। কিন্ত বুধবার আফগানিস্থানের কাবুলে বো'মা বি'স্ফো'রণে ৮০ জন নি'হ'ত হওয়ার পর এমন সিদ্ধান্ত নেয় আফগান ক্রিকেট বোর্ড। এসিবি তাদের অফিসিয়াল টুইটার একাউন্টে হঠাৎ করেই এমন ঘোষনা দেয়। তবে কেন এমনটি হলো সেটা পরিস্কার করেনি দুই বোর্ড। 

আগামী জুলাইয়ে কাবুলে অনুষ্ঠিত হবে ছয় দলের টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে খেলার কথা কয়েকজন পাকিস্তানের ক্রিকেটারের। এর জন্য অনাপত্তি পত্রও জমা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের কাছে। সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড কি সিদ্ধান্ত নেয় সেটিই এখন দেখার বিষয়।
 

Details Bottom
Details ad One
Details Two
Details Three