রাওয়ালপিন্ডিতে পাকিস্তানময় এক সেশন
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানময় এক সেশন
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানময় এক সেশন
রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দূর্দান্ত প্রথম সেশন কাটিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। প্রথম সেশনে লাঞ্চের আগে পাকিস্তানি ব্যাটারদের কোনো উইকেট নিতে পারেনি বাংলাদেশী বোলাররা। দ্বিতীয় দিন প্রথম সেশন শেষে পাকিস্তানের সংগ্রহ ৪ উইকেটে ২৫৬ রান।
৪ উইকেটে ১৫৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে পাকিস্তান। আগের দিনের মত উইকেট ধরে রেখে দায়িত্বশীল ব্যাটিং করতে থাকে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান। দুজনের দারুণ ব্যাটিংয়ে প্রথম দিনের মত দাপট দেখাতে পারেনি বাংলাদেশী বোলাররা। শেষ পর্যন্ত অনেক চেষ্টা করেও লাঞ্চ ব্রেকের আগে ভাঙা যায়নি এই দুই ব্যাটারদের উইকেট।
এদিকে সৌদ শাকিল এবং মোহাম্মদ রিজওয়ান দুজন ই আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ৮৬ রান করে অপরাজিত আছেন শাকিল এবং ৮৯ রান করে অপরাজিত আছেন রিজওয়ান। এই দুইজনের জুটি থেকে এসেছে ১৪২ রান।
দ্বিতীয় দিনে স্পিনারদের দিয়ে বেশ কিছু ওভার বোলিং করিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সাকিব আল হাসান ইকোনমিকাল বোলিং করলেও উইকেট তুলতে পারেননি। মেহেদী হাসান মিরাজ ও পেসার নাহিদ রানার বলে কিছুটা দ্রুত গতিতে রান তুলেছে পাকিস্তানের ব্যাটাররা।