Image

লর্ডস টেস্টে উডের বদলি ওলি স্টোন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
লর্ডস টেস্টে উডের বদলি ওলি স্টোন

লর্ডস টেস্টে উডের বদলি ওলি স্টোন

লর্ডস টেস্টে উডের বদলি ওলি স্টোন

উরুর চোটের কারণে শ্রীলঙ্কা সিরিজের বাকি অংশ থেকে ছিটকে যান মার্ক উড। বিকল্প হিসাবে দলে ডাকা হয় ৬ ফুট ৭ ইঞ্চি লম্বা বাঁহাতি পেসার জশ হালকে। তবে সেরা একাদশের উডের বদলি হলেন ওলি স্টোন। প্রথম টেস্টের মতো দুইদিন আগে এবারও সেরা একাদশ প্রকাশ করে ইংল্যান্ড ক্রিকেট। 

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যানচেস্টার টেস্টের তৃতীয় দিনে চোট পান ইংল্যান্ডের পেসার মার্ক উড, শেষ দিনে বল করতে পারেননি। উডের ইনজুরিতে বদলি হিসাবে প্রথমবারের মতো ইংল্যান্ড দলে ডাক পান তরুণ বাঁহাতি পেসার জশ হাল। তবে সেরা একাদশে ফিরলেন ওলি স্টোন। 

তিন বছরের অনুপস্থিতির পর লর্ডসে টেস্টে ফিরছেন স্টোন। ইংল্যান্ডের লর্ডস টেস্টের একাদশে এটিই একমাত্র পরিবর্তন। ৩০ বছর বয়সী স্টোন তার ইনজুরিজনিত ক্যারিয়ারে মাত্র তিনটি টেস্ট খেলেছেন। কিন্তু ফিট থাকা অবস্থায় ইংল্যান্ড দলে নিয়মিত ছিলেন। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে গত মৌসুমের বেশিরভাগ সময় দলের বাইরেই ছিলেন স্টোন। 

সিরিজের প্রথম টেস্টে ইংল্যান্ড জিতেছে পাঁচ উইকেটে। লর্ডসে ২৯ আগস্ট থেকে শুরু হবে দ্বিতীয় টেস্ট। 

দ্বিতীয় টেস্টের ইংল্যান্ড একাদশ: 

বেন ডাকেট, ড্যান লরেন্স, ওলি পোপ (অধিনায়ক),জো রুট, হ্যারি ব্রুক (সহ-অধিনায়ক), জেমি স্মিথ (উইকেটকিপার), ক্রিস ওকস, গাস অ্যাটকিনসন, ম্যাথু পটস, ওলি স্টোন ও শোয়েব বশির। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three