Image

আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' হওয়ার দৌড়ে ৪ জন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 দিন আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' হওয়ার দৌড়ে ৪ জন

আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' হওয়ার দৌড়ে ৪ জন

আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' হওয়ার দৌড়ে ৪ জন

পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে তরুণ ক্রিকেটার মনোনীত হয়েছেন আইসিসির বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারের জন্য। দুই ব্যাটারের সাথে মনোনয়ন পেলেন দুই পেসার। 

২০২৪ সালের সার্বিক পারফর্ম্যান্সের উপর ভিত্তি করে বর্ষসেরা ইমার্জিং ক্রিকেটারের পুরস্কারের জন্য দৌড়ে রয়েছেন কারা, জানিয়ে দিল আইসিসি। আজ এক বিবৃতিতে মনোনীত চারজন ক্রিকেটারের নাম প্রকাশ করে আইসিসি। 

লড়াইয়ে রয়েছেন পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একজন করে তরুণ ক্রিকেটার; সাইম আইয়ুব (পাকিস্তান), কামিন্দু মেন্ডিস (শ্রীলঙ্কা), শামার জোসেফ (ওয়েস্ট ইন্ডিজ), গ্যাস আটকিনসন (ইংল্যান্ড)। 

আগের বছর, ২০২৩ সালে আইসিসির বর্ষসেরা 'ইমার্জিং ক্রিকেটার' নির্বাচিত হয়েছিলেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার রাচিন রবীন্দ্র।

Details Bottom
Details ad One
Details Two
Details Three