পুনেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাসগড়া জয়
পুনেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাসগড়া জয়
পুনেতে ভারতের বিপক্ষে নিউজিল্যান্ডের ইতিহাসগড়া জয়
৩৬ বছর পর ভারতের মাটিতে প্রথম টেস্ট জয়ের পর এবার ইতিহাস সৃষ্টি করে সিরিজ জিতলো নিউজিল্যান্ড। দ্বিতীয় টেস্টে ১১৩ রানে ভারতকে হারিয়ে প্রথমবারের মত ভারতের মাটিতে টেস্ট সিরিজ জিতেছে নিউজিল্যান্ড। ২০১২ সালের পর প্রথম কোনো দল হিসেবে কিউইরা ভারতে টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল।
ঘরের মাঠে ভারতের জয়রথ থামিয়ে দিয়েছে কিউইরা। ব্লাকক্যাপসদের দুর্দান্ত পারফরম্যান্সের সামনে ২ টেস্টেই অসহায় আত্মসমর্পণ করেছে ভারতীয়রা। পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে জয়ের জন্য দ্বিতীয় ইনিংসে ৩৫৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ২৪৫ রানেই গুটিয়ে যায় ভারত।
দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সর্বোচ্চ ৭৭ রান করেছেন ওপেনার যশস্বী জয়সাওয়াল। রবীন্দ্র জাদেজা ৪২ ও শুবমান গিল করেছেন ২৩ রান। প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও ভারতীয় শিবিরে হানা দিয়ে ৬ উইকেট শিকার করেছেন স্পিনার মিচেল স্যান্টনার।
নিজেদের প্রথম ইনিংসে ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রর অর্ধশতকে ২৫৯ রান করেছিলো নিউজিল্যান্ড। কিউইদের ৭ উইকেট শিকার করেছিলো ওয়াশিংটন সুন্দর, ৩ উইকেট রবীচন্দ্রন আশ্বিনের।
অন্যদিকে প্রথম ইনিংসে স্যান্টনারের বিধ্বংসী বোলিংয়ে মাত্র ১৫৬ রানেই অলআউট হয়ে যায় ভারত। সর্বোচ্চ ৩৮ রান করেন জাদেজা। দুই ইনিংস মিলিয়ে ভারতের মোট ১৩ টি উইকেট শিকার করেন মিচেল স্যান্টনার, হন ম্যাচ সেরা।
১০৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে আরো ২৫৫ রান সংগ্রহ করে নিউজিল্যান্ড। টম ল্যাথাম করেন ৮৬ রান, গ্লেন ফিলিপস ৪৮ রান। ওয়াশিংটন সুন্দর এবার নেন ৪ উইকেট। ২ ইনিংস মিলিয়ে তার উইকেট সংখ্যা ১১।
সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে ১ নভেম্বর মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড।