Image

১৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে নেত্রভালকারের মধুর প্রতিশোধ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে নেত্রভালকারের মধুর প্রতিশোধ

১৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে নেত্রভালকারের মধুর প্রতিশোধ

১৪ বছর পর পাকিস্তানের বিরুদ্ধে নেত্রভালকারের মধুর প্রতিশোধ

ভারতের জার্সিতে ২০১০ সালে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা সৌরভ নেত্রভালকার ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক। ১৯ রানের টার্গেট দিয়ে তারা পাকিস্তানকে দিল ৫ রানের লজ্জার পরাজয়। সুপার ওভারে জয়ের নায়ক সৌরভ নেত্রভালকার। 

পেসার সৌরভ নেত্রভালকারের দারুণ বোলিংয়ে পাকিস্তানের হৃদয় ভাঙল যুক্তরাষ্ট্র। লজ্জার পরাজয়ে শুরু হল তাদের বিশ্বকাপ। মূল ম্যাচে জয়ের জন্য শেষ ওভারে যুক্তরাষ্ট্রের দরকার ছিল ১৫ রান। তারা করতে পারে ১৪। পাকিস্তানের ১৫৯ রানের জবাবে তাদের স্কোরও ১৫৯। সুপার ওভারে পাকিস্তান লড়াই জমাতেই পারেনি।

২০১০ সালে, সৌরভ নেত্রভালকর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে হৃদয়বিদারক হার সহ্য করেছিলেন। সেদিন প্রতিপক্ষ শিবিরে ছিলেন বাবর আজম।

১৪ বছর পর, তার নতুন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য পাকিস্তানের বিরুদ্ধে সুপার ওভার বল করার দায়িত্ব পান। আর তাতেই তিনি লিখে ফেলেন ইতিহাস। যুক্তরাষ্ট্রের ১৮ রান তাড়া করতে নেমে এশিয়ার দলটি আটকে যায় ১৩ রানে।

সেই ম্যাচে ভারতকে দুই উইকেটে হারিয়েছিল পাকিস্তানের যুবারা। ৫ ওভার বল করে ১ মেডেন সহ মাত্র ১৬ রান খরচায় সেদিন নেত্রভালকার পেয়েছিলেন ১ উইকেট। আর যুক্তরাষ্ট্রের হয়ে বিশ্বকাপে সুপার ওভারে নায়ক হওয়ার আগে মূল ম্যাচে ৪ ওভারে ১৮ রান খরচে নিয়েছেন দুই উইকেট। 

সৌরভ নেত্রভালকরের গল্প:

- জন্ম মুম্বাইয়ে
- তিনি ২০১০ সালের অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতের হয়ে খেলেছিলেন
- কর্ণাটকের বিরুদ্ধে ২০১৩ সালে তার একমাত্র রঞ্জি খেলায় মুম্বাইয়ের প্রতিনিধিত্ব করেছিলেন
- তারপর মার্কিন যুক্তরাষ্ট্রে চলে যান, ২০১৮ সালে জাতীয় দলে ডাক পান, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে মার্কিন অধিনায়কের দায়িত্ব পান
- ২০২২ সালে জিম্বাবুয়েতে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ গ্লোবাল কোয়ালিফায়ার 'বি' টুর্নামেন্টে তিনি সেরা বোলার হয়েছিলেন
- ওরাকল-এ পূর্ণকালীন প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন
- ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ঐতিহাসিক জয়ে যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন বল হাতে

Details Bottom