Image

১ রানের হারে নেপালের স্বপ্নভঙ্গ, সুবিধা হল টাইগারদের

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
১ রানের হারে নেপালের স্বপ্নভঙ্গ, সুবিধা হল টাইগারদের

১ রানের হারে নেপালের স্বপ্নভঙ্গ, সুবিধা হল টাইগারদের

১ রানের হারে নেপালের স্বপ্নভঙ্গ, সুবিধা হল টাইগারদের

বিশ্বকাপে শ্বাসরুদ্ধকর ম্যাচে নেপালকে ১ রানে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। ঐতিহাসিক জয়ের খুব কাছে গিয়েও নেপালের স্বপ্নভঙ্গ। জয়ের এতো কাছে এসে, এতো সম্ভাবনা তৈরি করেও হারতে হল। স্বপ্নভঙ্গের বেদনায় পুড়ে সুপার এইটের রেস থেকেও ছিটকে গেল নেপাল। 

সহজ সমীকরণ মেলাতে না পেরে অবিশ্বাস্যভাবে ম্যাচ হেরে যায় এশিয়ার দেশটি। প্রথমবারের মতো প্রোটিয়াদের হারাতে শেষ ওভারে প্রয়োজন ছিল ৮ রান। ওভারের প্রথম দুই বল ডট দিয়ে তৃতীয় ডেলিভারিতে বাউন্ডারি পান গুলশান জা। পরের বলে দৌড়ে আসে ডাবল। শেষ দুই বলে দুই, এমন সমীকরণও মেলাতে ব্যর্থ হন স্ট্রাইকে থাকা গুলশান। পেসার ওটনেইল বার্টম্যান শেষ দুই বল দেন বাউন্সার, বিপাকে গুলশান। শেষ বলও লাগাতে পারেননি ব্যাটে, তবে দৌড়ে ম্যাচ টাই করতে গিয়ে হয়েছেন রান আউট। ফলে ১ রানে হারের যন্ত্রণায় বিদ্ধ ব্যাটার গুলশান, নেপাল।

শেষ বল ব্যাট ছোঁয়াতে পারেননি গুলশান জা। একটু দেরিতে দৌড় শুরু করে হয়ে যান রান আউট। তীরে এসে তরী ডুবে নেপালিদের। এক বলে ২ রান; সমীকরণটা মেলাতে পারলেই নেপাল এগিয়ে থাকত সুপার এইটের দৌড়ে। ১৭ তারিখের বাংলাদেশ-নেপাল ম্যাচ হয়ে যেত পরের পর্বে যাওয়ার জন্য অলিখিত সেমিফাইনাল। কিন্তু নেপালের ১ রানের হার, আনঅফিসিয়ালভাবে বাংলাদেশ পেল পরের রাউন্ডের টিকিট। নিশ্চিত জয়ের ম্যাচ এভাবে হেরে যেতে হল, মানতে পারছিলেন না ব্যাটার গুলশান জা। 

এর আগে টসে হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিকা নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৫ রানের বেশি করতে পারেনি। সর্বোচ্চ ৪৩ রান আসে ওপেনার রেজা হেনড্রিক্সের ব্যাট থেকে। নেপালের দুই স্পিনার কুশল বুর্টেল আর দ্বিপেন্দ্র সিং আইরিরি স্পিন বিষেই নীল হয়ে যায় প্রোটিয়াদের শক্তিশালী ব্যাটিং লাইন। কুশল ৪ ওভারে মাত্র ১৯ রান খরচায় দখলে নেন ৪ উইকেট। আইরির শিকার ৩ উইকেট। তবে বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামা সন্দ্বীপ লামিচানে থাকেন উইকেটশূন্য। 

সহজ লক্ষ্য তাড়ায় নেমে প্রথম পাওয়ার প্লে বেশ দেখে-শুনেই কাটিয়ে দেন নেপালের দুই ওপেনার। ৬ ওভারে স্কোরবোর্ডে আসে ৩২। তবে তাব্রাইজ শামসি ইনিংসের ৮ম ওভারে অ্যাকশনে এসে মুহূর্তেই শিকার করে নেন জোড়া উইকেট। ওপেনার কুশল বুর্টেল ১৩ রানে আউট হলে তিনে নামা অধিনায়ক রোহিত হন ডাক। আরেক ওপেনার আরিফ শেখ অবশ্য ব্যাট হাতে ছিলেন দুর্দান্ত। তবে ব্যক্তিগত ৪২ রানে তিনিও স্টাম্প হারান শামসির স্পিনে। নেপালের প্রথম তিন ব্যাটারের সবকটি উইকেটই তাব্রাইজ শামসি দখলে নিয়েছেন, সবাইকেই করেছন বোল্ড। 

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১১৪ রানে থামে নেপালের ইনিংস। শেষ ওভারে ৮ রান নিয়ে তারা লিখতে পারেনি ইতিহাস। বিপরীতে ৪ ম্যাচে ৪ জয় নিয়ে গ্রুপ 'ডি' চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। 

Details Bottom