মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
-
1
শামীম ইস্যুতে উত্তেজনার পর সব স্বাভাবিক, নেতৃত্ব নিয়ে স্পষ্ট লিটন
-
2
সিলেটেই পর্দা উঠছে বিপিএলের দ্বাদশ আসর
-
3
হার্দিকের ব্যাটে দুর্দান্ত ছন্দ, ধোনির অনন্য রেকর্ডে নাম লেখালেন অলরাউন্ডার
-
4
বিসিবি তদন্তে নতুন বাঁক, জাহানারার লিখিত অভিযোগ জমা দেওয়ার সময় বাড়ল
-
5
বাংলাদেশি ক্রিকেটারদের চমক, পরিসংখ্যান বলছে পরিবর্তনের গল্প
মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
মুস্তাফিজুর রহমানের আইপিএল ২০২৪ যাত্রা শেষ হল, যেমন করলেন
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) ২০২৪ এ শুরুতে ২৮ এপ্রিল পর্যন্ত খেলার ছাড়পত্র ছিল মুস্তাফিজুর রহমানের। তবে পরে ১ মে'র ম্যাচ খেলার অনুমতি পান বাংলাদেশের এই তারকা পেসার। বাংলাদেশের বিমান ধরার আগে এটিই চেন্নাই সুপার কিংস (সিএসকে) এর হয়ে তাঁর শেষ ম্যাচ ছিল।
চিপকে পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচে জয় তুলে নিতে পারেনি স্বাগতিকরা। ১৩ বল ও ৭ উইকেট হাতে রেখে ম্যাচ জিতেছে পাঞ্জাব কিংস।
অল্প পুজি নিয়ে চেন্নাইয়ের বোলাররা তেমন লড়াই করতে পারেননি। তবে ব্যতিক্রম ছিলেন মুস্তাফিজুর রহমান। ৪ ওভার বল করে কেবল ২২ রান হজম করেন তিনি।
প্রথম ওভারে মাত্র ৩ রান দিলেও ২য় ওভারে ১০ রান দেন তিনি। তবে নিজের ৩য় ওভারে এসে মেইডেন তুলে নেন। যা এই মৌসুমে তাঁর প্রথম মেইডেন। ৪র্থ ওভারে ৪ টি ওয়াইড দেওয়া মুস্তাফিজ কোন বাউন্ডারি হজম করেননি, দেন ৯ রান।
জাসপ্রীত বুমরাহ ও হারশাল প্যাটেলের সঙ্গে যৌথভাবে ১৪ উইকেট নিয়ে শীর্ষ উইকেট সংগ্রাহক থেকেই বাংলাদেশে ফিরবেন মুস্তাফিজ। যদিও মুস্তাফিজকে টপকাতে আরও অনেক ম্যাচ পাবে বাকিরা।
আইপিএল ২০২৪ এ মুস্তাফিজুর রহমানের পারফরম্যান্স-
ম্যাচ-৯
ইনিংস-৯
ওভার- ৩৪.২
মেইডেন- ১
উইকেট- ১৪
সেরা বোলিং ফিগার- ৪/২৯
বোলিং গড়- ২২.৭১
ইকোনমি- ৯.২৬
স্ট্রাইক রেট- ১৪.৭১।
