Image

এলপিএলে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি হাত ও নাম পাল্টেছে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এলপিএলে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি হাত ও নাম পাল্টেছে

এলপিএলে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি হাত ও নাম পাল্টেছে

এলপিএলে মুস্তাফিজের ফ্র্যাঞ্চাইজি হাত ও নাম পাল্টেছে

এলপিএলে বদলে গেল মুস্তাফিজুর রহমানের ফ্রাঞ্চাইজি। মাস খানেক আগে ৪ লাখ ৫০ হাজার মার্কিন ডলারে বিদেশি আইকন প্লেয়ার হিসেবে ফিজকে দলে নেয় লঙ্কা প্রিমিয়ার লিগের ফ্র্যাঞ্চাইজি ডাম্বুলা থান্ডার্স। তবে পরে চুক্তি বাতিল হয় ফ্রাঞ্চাইজিটির। এবার পেয়েছে নতুন মালিক। মালিকানা বদলানোর সাথে সাথে বদলে গেছে ফ্রাঞ্চাইজিটির নাম। ডাম্বুলা থান্ডার্স এবারের আসর খেলবে ডাম্বুলা সিক্সার্স নামে।

ডাম্বুলা থান্ডার্সের মালিক তামিম রহমানকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার পুলিশ বিভাগ। সে কারণে ২১ মে ফ্র্যাঞ্চাইজিটির সঙ্গে চুক্তি বাতিল করে লঙ্কা প্রিমিয়ার লিগ কর্তৃপক্ষ। তামিম বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক। তাকে গ্রেপ্তার করা হয় শ্রীলঙ্কার ক্রীড়া আইন আওতায়। 

পুলিশ ও অভিবাসন কর্মকর্তার বরাতে বার্তা সংস্থা এএফপি জানিয়েছিলো, তামিম ম্যাচ ফিক্সিংয়ে জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। একারণেই মালিকানা হারায় ডাম্বুলা থান্ডার্স।

তবে এক মাসেরও কম ব্যবধানে নতুন মালিক পেল মোস্তাফিজদের ফ্র্যাঞ্চাইজি। এবার তাদের দায়িত্ব নিয়েছে আমেরিকার একটি সিভিল ইঞ্জিনিয়ারিং ফার্ম। তারা অবশ্য নামও বদলে ফেলেছে ডাম্বুলার। ডাম্বুলা থান্ডার্সের পরিবর্তে নাম রাখা হয়েছে ডাম্বুলা সিক্সার্স। লস অ্যাঞ্জেলেস ভিত্তিক ইঞ্জিনিয়ারিং ফার্ম সেকুইয়া ইনকরপোরেশন পেয়েছে ডাম্বুলার মালিকানা।

ডাম্বুলা ফ্র্যাঞ্চাইজি নতুন মালিক পাওয়ায় খুশি এলপিএল আয়োজকরাও। টুর্নামেন্টের পরিচালক সামান্থা দোদানভেলা বলেন,

‘নতুন মালিকা ডাম্বুলার দায়িত্ব নেওয়ায় আমরা খুশি। প্রথম শ্রেণির ক্রিকেট খেলা জনাব ডি সিলভার ব্যাকগ্রাউন্ড নিঃসন্দেহে এই ফ্র্যাঞ্চাইজির মালিকানায় নতুন ভ্যালু যুক্ত করবে। তিনি আমাদের দেশের ক্রিকেটিং পালস বুঝতে পারেন।’

লঙ্কা প্রিমিয়ার লিগ শুরু হবে জুলাইয়ের ১ তারিখ থেকে। ম্যাচ গুলো অনুষ্ঠিত হবো পাল্লেকেলে,ডাম্বুলা ও কলোম্বোতে।

Details Bottom