তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 13 মিনিট আগে
তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ

তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ

তাসকিন-মুস্তাফিজের মুখোমুখি লড়াইয়ে জয়ী মুস্তাফিজ

আইএল টি-টোয়েন্টিতে দুই বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের মুখোমুখি লড়াইয়ে শেষ পর্যন্ত জয় তুলে নিয়েছে মুস্তাফিজের দল দিল্লি ক্যাপিটালস। শারজাহ ওয়ারিয়র্সকে ৬৩ রানের বড় ব্যবধানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান আরও দৃঢ় করেছে দিল্লি।

ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮০ রান তোলে দিল্লি ক্যাপিটালস। লক্ষ্য তাড়ায় শুরু থেকেই চাপে পড়ে শারজাহ ওয়ারিয়র্স। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ১৭ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১১৭ রানেই গুটিয়ে যায় তারা।

দুই দলের হয়ে মাঠে নামা বাংলাদেশি পেসারদের পারফরম্যান্স ছিল ম্যাচের অন্যতম আকর্ষণ। শারজাহর হয়ে তাসকিন আহমেদ বোলিংয়ে লড়াই চালিয়ে গেলেও ব্যাটিং ইউনিটের ব্যর্থতায় দল বড় হার এড়াতে পারেনি। অন্যদিকে দিল্লির হয়ে মুস্তাফিজুর রহমান নিজের স্বভাবসুলভ নিয়ন্ত্রিত বোলিংয়ে চাপ সৃষ্টি করে রাখেন প্রতিপক্ষের ওপর, যা শারজাহর ব্যাটিং ধসের পেছনে বড় ভূমিকা রাখে।

বল হাতে তাসকিন ৪ ওভারে ৪০ রান খরচা করে শিকার করেছেন ৩ উইকেট। নিজের ব্যক্তিগত প্রথম ওভারেই জর্ডান কক্সকে ফেরান তাসকিন। নিজের দ্বিতীয় স্পেলে ভয়ংকর হয়ে ওঠা সেদিকুল্লাহ আতালকেও ফেরান তিনি। তাছাড়া শেষের ওভারে অধিনায়ক শানাকার উইকেটটিও শিকার করেন তাসকিন।

অন্যদিকে দিল্লির হয়ে নিজের প্রথম ওভারেই উইকেটের দেখা পান মুস্তাফিজুর রহমান। দুর্দান্ত স্লোয়ারে জনসন কার্লেসকে ফেরান তিনি। তারপর আদিল রশিদলে আউট করেন তিনি। এদিন মুস্তাফিজ মাত্র ২ ওভার বল করেন। মাত্র ১৩ রান খরচায় শিকার করেন দুই উইকেট।

এই জয়ে দিল্লি ক্যাপিটালস পয়েন্ট টেবিলে গুরুত্বপূর্ণ দুই পয়েন্ট অর্জন করল। বিপরীতে বড় ব্যবধানে হার শারজাহ ওয়ারিয়র্সের জন্য টুর্নামেন্টের বাকি অংশে বাড়তি চ্যালেঞ্জ তৈরি করল।