Image

মুম্বাইয়ের কপালে আরও এক হার, জিতল লক্ষ্ণৌ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
মুম্বাইয়ের কপালে আরও এক হার, জিতল লক্ষ্ণৌ

মুম্বাইয়ের কপালে আরও এক হার, জিতল লক্ষ্ণৌ

মুম্বাইয়ের কপালে আরও এক হার, জিতল লক্ষ্ণৌ

মুম্বাই ইন্ডিয়ান্সের আরও একটি হারের স্বাদ মিলল। লক্ষ্ণৌ এর লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ৪ উইকেটে পরাজিত হয়েছে হার্দিক পান্ডিয়ারা। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৪ রান সংগ্রহ করে মুম্বাই। জবাবে ব্যাট করতে নেমে ১৯.২ ওভারে ম্যাচের জয় নিশ্চিত করে লক্ষ্ণৌ। 

রান তাড়া করতে গিয়ে প্রথম ওভারে উইকেট হারালেও লক্ষ্ণৌ এর ভরসা হয়ে ছিলেন মার্কাস স্টইনিস। দলকে একটা ভালো জায়গায় এনেই ফিরেছেন এই ব্যাটার। ওপেনার লোকেশ রাহুল ২২ বলে ২৮ করে ফিরেছেন। দীপক হুদার ব্যাটে আসে ১৮ টি রান। আর এই লক্ষ্যমাত্রায় ভূমিকা রেখেছে স্টইনিসের ব্যাট। 

৪৫ বলে ৬২ রানের ইনিংস খেলেন এই অস্ট্রেলিয়ান। তার ইনিংসে ছিল ৭ টি চার, ২ টি ছক্কা। নিকোলাস পুরান দলের জয় নিশ্চিত করে অপরাজিত অবস্থায় ছিলেন, ১৪ বলে ১৪ রান করে। 

এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে মুম্বাইয়ের রান তোলা ছিল খুব স্থূল। টপ অর্ডারের কথা বিবেচনা করলে দেখা যায় ইশান কিষানের ব্যাটে আসা ৩৬ বলে ৩২ রানের ইনিংস ছিল কিছুটা বলার মতো। বাকিরা ছিলেন আসা-যাওয়ার মধ্যে। রোহিত শর্মা থেকে শুরু করে হার্দিক পান্ডিয়া পর্যন্ত হতাশ হতে হয়েছে। 

সবচেয়ে কার্যকরী ছিলেন নেহাল ওয়াধেরা এবং টিম ডেভিড। এই দুই ব্যাটার মিলে দলের রান কিছুটা জায়গা মতো নিয়েছেন। যা থেকে প্রতিপক্ষকে কিছুটা চ্যালেঞ্জ জানানোর মতো অবস্থান করে নেন। নেহাল ৪১ বলে ৪৬ রান করে ফিরেছেন। ডেভিড ছিলেন অপরাজিত, ১৮ বলে ৩৫ রান করে। 

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৪৪ রানে থামতে হয় মুম্বাইকে। লক্ষ্ণৌ এর পক্ষে বল হাতে সর্বোচ্চ ২ উইকেট নেন মহসিন খান। বাকি বোলাররা প্রায় সবাই ১ টি করে উইকেট নিয়েছেন।

Details Bottom
Details ad One
Details Two
Details Three