সেঞ্চুরিতে অপরাজিত মুমিনুল, তবুও অল্পতে শেষ বাংলাদেশ
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
সেঞ্চুরিতে অপরাজিত মুমিনুল, তবুও অল্পতে শেষ বাংলাদেশ
সেঞ্চুরিতে অপরাজিত মুমিনুল, তবুও অল্পতে শেষ বাংলাদেশ
প্রথম দিনে ৩ উইকেট, চতুর্থ দিনের প্রথম সেশনে আরও তিন উইকেট হারানো বাংলাদেশকে স্বস্তি এনে দেন মুমিনুল হক। সেঞ্চুরিতে দলের সংগ্রহ ২০০ ছাড়িয়ে যান লাঞ্চ বিরতিতে। ফিরে এসে বাংলাদেশ দ্রুত হারিয়ে বসে বাকি ৪ উইকেট। শেষ পর্যন্ত কানপুর টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশ গুটিয়ে গেল ২৩৩ রানে। মুমিনুল হক অপরাজিত থাকেন ১০৭ রানে।
কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ প্রথম ইনিংসে অলআউট ২৩৩ রানে। খেলতে পারে কেবল ৭৪.২ ওভার। মুমিনুল হক শেষ পর্যন্ত অপরাজিত থাকলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস শেষ অল্পতেই।
৬ উইকেটে ২০৫ রান নিয়ে লাঞ্চে যাওয়া বাংলাদেশ পরের সেশনে নেমে করতে পারে কেবল ২৮ রান, আর তাতেই নেই বাকি ৪ উইকেট।