Image

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করতে চান মিরাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ভারতের বিপক্ষে ‘ফাইট’ করতে চান মিরাজ

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করতে চান মিরাজ

ভারতের বিপক্ষে ‘ফাইট’ করতে চান মিরাজ

পাকিস্তানের বিপক্ষে ৮ নাম্বারে ব্যাটিং করে দলকে খাদের কিনারা থেকে উদ্ধার করে জয় উপহার দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। পুরো সিরিজ জুড়ে অলরাউন্ড পারফর্ম করে পেয়েছেন সিরিজসেরার পুরষ্কারও। তবুও ৮ নাম্বার ব্যাটার হয়ে থাকতে চাননা মিরাজ। সোমবার মিরপুর শেরে-ই-বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যমের সাথে উপরের দিকে ব্যাট করার ইচ্ছার কথা জানিয়েছেন এই অলরাউন্ডার।

মিরাজের মতে ৮ নাম্বারে ব্যাট করলে বেশী চাপ নিতে হয়, "৮ নম্বর ব্যাটার হতে চাই না, অনেক প্রেশার। অনেক পরিস্থিতি এমন থাকে- দল অনেক ভালো খেলেছে এরপর ৮ নম্বরে নামতে হয়। এমনও হয়- সবাই ব্যর্থ, তখন চাপ নিয়ে ব্যাটিং করতে হয়। ঐ ইঙ্গিত করে বলেছিলাম- ৮ নম্বরে সেরা হতে চাই না, ওপরের দিকে সেরা হতে চাই।"

পাকিস্তান সিরিজে অলরাউন্ডিং পারফরম্যান্স করে সিরিজ সেরা নির্বাচিত হয়েছেন মিরাজ। সামনে ভারত সিরিজে, সেখানে তার পরিকল্পনা কি থাকবে প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, "কোনো সফরের আগে নির্দিষ্টভাবে পরিকল্পনা করতে পারি না, চাপ হয়ে যায়। পাকিস্তান সিরিজের আগেও ভাবিনি ম্যান অব দ্যা সিরিজ হবো। দলের জন্য যেন খেলতে পারি, ভালো খেলতে পারি সেই চেষ্টা ছিল। প্রত্যাশা বেশি হলে চাপ হয়ে যাবে। স্বাভাবিক থাকার চেষ্টা করছি।"

সাকিব আল হাসান পরবর্তী দেশের সেরা অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। সাকিবের অবসরের পর দায়িত্ব বাড়বে মিরাজে স্বীকার করলেন নিজেই। "সাকিব ভাই ও আমি দুজনই খেলছি। একসময় সবাইকেই অবসর নিতে হয়। প্রত্যেক দলেই রিপ্লেসমেন্ট আছে। সবাই তো আর সারাজীবন খেলবে না। সাকিব ভাই যখন থাকবে না, হয়ত আমার ভূমিকা আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।"

ভারত সিরিজ চ্যালেঞ্জিং হলেও ভালো কিছুর প্রত্যাশা মিরাজের, "প্রত্যেকটা সিরিজই চ্যালেঞ্জিং। আমরা যেহেতু পাকিস্তান সিরিজটা ভালো করেছি, এই সিরিজের সঙ্গে খুব বেশি গ্যাপ নেই। পারফর্ম করছি, সবাই ভালো ফর্মে আছে। সবাই যদি ভারতেও ভালো ফর্মে থাকে, তাহলে অবশ্যই ভালো কিছু আশা করা যাবে।"

ভারতের সঙ্গে ভালো লড়াই করার আশা মিরাজের। "চ্যালেঞ্জ তো অবশ্যই থাকবে। ভারতের মাটিতে আমরা এর আগেও টেস্ট খেলেছি। আমাদের বিগত পারফরম্যান্স ভালো ছিল না। আমরা এবার একটা প্রত্যাশা নিয়ে যাচ্ছি। আশা করছি ওদের যে প্রত্যাশা আছে, সেটা আমরা উপভোগ করার চেষ্টা করব। যখন আমরা ওদের সঙ্গে লড়াই করতে পারব, তখন আমাদের ভালো করার সুযোগ থাকবে। আমাদের চেষ্টা থাকবে যেন ওদের সঙ্গে ফাইট দিতে পারি।"

Details Bottom
Details ad One
Details Two
Details Three