টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস

৯৭ প্রতিবেদক: নাজিফা তাসনিম

প্রকাশ: 3 ঘন্টা আগে আপডেট: 1 সেকেন্ড আগে
টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস

টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস

টুর্নামেন্টের মাঝপথে রংপুরে অধিনায়ক বদল, নেতৃত্বে লিটন দাস

বিপিএলের চলমান আসরে রংপুর রাইডার্সে এসেছে বড় পরিবর্তন। টুর্নামেন্টের মাঝপথে দলের অধিনায়ক নুরুল হাসান সোহান নিজের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছেন। দলের নতুন নেতৃত্বে দায়িত্ব পেয়েছেন জাতীয় দলের অধিনায়ক লিটন দাস। 

শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে শুক্রবার অনুশীলনের পর প্রধান কোচ মিকি আর্থার বিষয়টি নিশ্চিত করেন। কোচ বলেন, এই সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল এবং দলের বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাখা হয়েছে। লিটনের জাতীয় দলের অভিজ্ঞতা ও ড্রেসিংরুমে তার প্রভাব এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

এ প্রসঙ্গে মিকি আর্থার বলেন,"কারণ সে জাতীয় দলের অধিনায়ক, তাই সিদ্ধান্তটা সহজ। আমি লিটন যেভাবে ক্রিকেট খেলে সেটা খুব পছন্দ করি। সে খুব আক্রমণাত্মক। তার মানসিকতা একদম ঠিক। সে এমন একজন নেতা যাকে সবাই অনুসরণ করে এবং সম্মান করে। তাই বুঝি কেন সে টি-টোয়েন্টিতে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেয়।"

রংপুরের পারফরম্যান্স এ পর্যন্ত ওঠানামার মধ্যে ছিল। কোচিং স্টাফ মনে করছেন, নেতৃত্বে এই পরিবর্তন দলকে নতুন গতি দিতে পারে। কোচ আরও উল্লেখ করেন, কিছু ম্যাচে দল সম্ভবত বেশি সতর্ক ছিল, যা ফলাফলকে প্রভাবিত করেছে।

তিনি বলেন,"সম্ভবত ওই তিনটি ম্যাচে আমরা একটু বেশি সতর্ক ছিলাম। কিন্তু এখন আমাদের সামনে বড় সুযোগ আছে। দল হিসেবে ইতিহাসও গড়া সম্ভব।"

শেষ কয়েকটি ম্যাচে রংপুর রাইডার্স হারলেও, লিটনের নেতৃত্বে দলের আত্মবিশ্বাস ফেরানোর লক্ষ্য রাখা হয়েছে। রংপুর কর্তৃপক্ষের মতে, অধিনায়ক পরিবর্তনের এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ সময়ে নেওয়া হয়েছে, যাতে বাকি ম্যাচে দলের খেলার মান ও মনোবল বজায় থাকে।