জয়ের চিন্তা বাদ দিয়ে হার রুখে দেওয়ার প্ল্যান বাংলাদেশের
- 1
অ্যান্টিগায় প্রথম দিনে বাংলাদেশি বোলারদের শিকার ৫ উইকেট
- 2
শুরুর ১৫ মিনিটেই হাসান মাহমুদের দুই উইকেট, এরপর বিবর্ণ বাংলাদেশ
- 3
টি-টোয়েন্টিতে হ্যাটট্রিক সেঞ্চুরি করে তিলক বার্মার বিশ্বরেকর্ড
- 4
ঢাকা লিগে ৮ ক্রিকেটারসহ ৯ জনকে নি'ষিদ্ধ করল বিসিবি
- 5
জমকালো আয়োজনে উন্মোচিত হল এনসিএল টি-টোয়েন্টির লোগো, দেখা যাবে সরাসরি
জয়ের চিন্তা বাদ দিয়ে হার রুখে দেওয়ার প্ল্যান বাংলাদেশের
জয়ের চিন্তা বাদ দিয়ে হার রুখে দেওয়ার প্ল্যান বাংলাদেশের
কানপুরে আড়াই দিনের টেস্টে শেষ দিনের আগে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ২৩৩ রানে অলআউট হয়েছে বাংলাদেশ। জবাবে ঝড়ো ব্যাটিং করে ২৮৫ রানে নিজেদের প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ২ উইকেট ২৬ রান সংগ্রহ করে দিন শেষ করে বাংলাদেশ। এই পরিস্থিতিতে ম্যাচ কোন দিকে যাচ্ছে? প্রশ্ন মেহেদী হাসান মিরাজের কাছে।
চতুর্থ দিন শেষে বাংলাদেশের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। শেষ দিনে ম্যাচের গতি প্রকৃতি নিয়ে মিরাজের ভাষ্য, "আসলে দেখেন টেস্ট ক্রিকেটে কিন্তু সবই সম্ভব। এখন যে আমরা একদম হেরে গেছে এমনও কিন্তু না। এরকম কিন্তু আমরা অনেক ম্যাচ জিতেছিও, অনেক ম্যাচ হয়েছে এরকম আমরা ভালো করেছি। আমাদের জন্য সুযোগ আছে। উইকেট ভালো আছে। চ্যালেঞ্জিং হবে। আমার মনে হয় যদি একটা ভালো জুটি গড়তে পারি, একটা সেশন ব্যাটাররা দায়িত্ব নিয়ে ব্যাট করতে পারি তাহলে এটা অবশ্যই আমাদের জন্য ইতিবাচক ব্যাপার হবে। এখনও তো কালকের দিন আছে। এখনই আমরা অইরকম চিন্তা না করি।"
জয় নয় বরং মিরাজ ইঙ্গিত দিলেন ড্রয়ের জন্য চেষ্টা করার। "জেতার জন্য খেলতে গেলে তো অনেক সময়ের ব্যাপার। দেখেন এখন আমরা ব্যাট করে তাদের টার্গেট দিব পরে আবার ১০ উইকেট নিতে হবে। এখন আমরা জেতার চিন্তা না করে নিজেদের সেইফটিটা অনেক জরুরি। কালকে যেন আমরা লম্বা ব্যাট করতে পারি। পরিস্থিতি আসলে হয়ত আমরা জেতার জন্য খেলব। আমরা আগে নিজেদের জিনিসটা চিন্তা করছি ভালো করার জন্য।"
ভারতের ব্যাটিংয়ে অবাক হয়েছেন মিরাজ, "আসলে তারা প্ল্যান করে এগিয়েছে। হ্যাঁ কিছুটা অবাক হয়েছি। ২-৩ ওভার পরে আমরা বুঝেছি যে তাদের প্ল্যানে আগাচ্ছে তারা। আমরা চেষ্টা করেছি আমাদের শক্তি অনুযায়ী খেলতে। চেষ্টা করেছি তাদের ইনিংসে ভাঙন ধরাতে।"
এদিন টি-টোয়েন্টি মুডে বল করে ভারতের ৪ উইকেট শিকার করেছেন মিরাজ। আগামী দিন একই কাজ করবেন কিনা জিগ্যেস করলে মিরাজ বলেন, "এখন তো অবস্থা যেমন আমরা আগে নিজেদের সেইফটিটা চিন্তা করব। আমরা চেষ্টা করব যত সময় ব্যাট করতে পারি। আমাদের জন্যও ভালো হবে দলের জন্যও ভালো হবে।"