আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা, তবে কারণ অজানা
-
1
প্রীতি ম্যাচে ভালো আম্পায়ার থাকায় মাঠে বেশী উত্তাপ দেখাবেন না শান্ত
-
2
তাসকিনই ভাঙুক আমার গতির রেকর্ড, ঢাকায় এসে প্রত্যাশা শোয়েব আখতারের
-
3
নিলামের আলো কাড়লেন মুস্তাফিজ, কেকেআরে রেকর্ড ৯.২০ কোটি
-
4
অ্যাশেজে টানা পরাজয়ের পর ইংল্যান্ডের একমাত্র পরিবর্তন, একাদশে জশ টাং
-
5
ভারতের কাছে সাত উইকেটে হেরে সিরিজে পিছিয়ে পড়ল দক্ষিণ আফ্রিকা
আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা, তবে কারণ অজানা
আইপিএলে ম্যাক্সওয়েলের জরিমানা, তবে কারণ অজানা
পাঞ্জাব কিংসের তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল আইপিএলের আচরণবিধি লঙ্ঘনের দায়ে ম্যাচ ফির ২৫ শতাংশ জরিমানার শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে আইপিএলের একটি গুরুত্বপূর্ণ ম্যাচে, যেখানে পাঞ্জাব কিংস মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংসের।
ম্যাচে আগে ব্যাট করে পাঞ্জাব তোলে ২১৯/৬, যার পেছনে বড় ভূমিকা রাখেন তরুণ ওপেনার প্রিয়াংশ আর্য মাত্র ৪২ বলে ঝড়ো ১০৩ রানের ইনিংস। চেন্নাই সুপার কিংস পরে লড়াই করলেও শ্রেয়াস আইয়ারের নেতৃত্বাধীন পাঞ্জাব ১৮ রানে জয় নিশ্চিত করে, চেন্নাই থামে ২০১/৫-এ।
তবে এই জয়ের মাঝেই ঘটে বিতর্ক। গ্লেন ম্যাক্সওয়েল ম্যাচ চলাকালীন আইপিএলের আচরণবিধির ২.২ ধারা ভঙ্গ করেন, যা ‘ম্যাচ চলাকালীন মাঠের যন্ত্রপাতি বা ফিটিংসের অপব্যবহার’ সংক্রান্ত। তবে আইপিএল কর্তৃপক্ষ বা বিসিসিআই পরিষ্কার করে জানায়নি ঠিক কী ধরনের আচরণবিধি ম্যাক্সওয়েল ভঙ্গ করেছেন।
বিসিসিআই জানায়, “গ্লেন ম্যাক্সওয়েল নিজের অপরাধ স্বীকার করেছেন এবং ম্যাচ রেফারির সিদ্ধান্ত মেনে নিয়েছেন। আচরণবিধির লেভেল ১-এর ক্ষেত্রে ম্যাচ রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত ও বাধ্যতামূলক।”
আইন ২.২ অনুযায়ী, উইকেট লাথি মারা, ব্যাট দিয়ে বিজ্ঞাপন বোর্ডে আঘাত, ড্রেসিংরুমের দরজা, আয়না বা অন্যান্য ফিটিংসের ক্ষতি করাও শাস্তিযোগ্য অপরাধ।
পাঞ্জাব কিংস তাদের আগের ম্যাচে রাজস্থান রয়্যালসের কাছে হেরেছিল। তবে এই জয়ের মাধ্যমে দলটি আবার জয়ের ধারায় ফিরেছে। অন্যদিকে, চেন্নাইয়ের এটি টানা চতুর্থ হার। পাঁচ ম্যাচে মাত্র এক জয়ে তারা পয়েন্ট টেবিলের নবম স্থানে অবস্থান করছে।
