Image

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ম্যাথু ওয়েড, হচ্ছেন কোচ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 8 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ম্যাথু ওয়েড, হচ্ছেন কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ম্যাথু ওয়েড, হচ্ছেন কোচ

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ম্যাথু ওয়েড, হচ্ছেন কোচ

আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ইতি টেনেছেন ৩৬ বছর বয়সী অস্ট্রেলিয়ার উইকেটরক্ষক ব্যাটার ম্যাথু ওয়েড। অবসরের পরে অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলে যুক্ত হবেন তিনি। আসন্ন পাকিস্তান সিরিজে অজিদের সহকারী কোচের ভূমিকায় দেখা যাবে ওয়েডকে।

ম্যাথু ওয়েড আন্তর্জাতিক ক্রিকেটে টেস্ট খেলেছেন ৩৬টি, ওয়ানডে খেলেছেন ৯৭ টি, টি-টোয়েন্টিতে খেলেছেন ৯২ টি ম্যাচ। ২০২১ সালে অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে অন্যতম ভূমিকা ছিল তার। ওয়েডের ১৭ বলে ৪১ রানের ইনিংসে পাকিস্তানের বিপক্ষে জয় পায় অস্ট্রেলিয়া। 

 

অবসরের ঘোষণা দিয়ে ওয়েড জানান, পাকিস্তানের বিপক্ষে আগামী মাসে হতে যাওয়াটি-টোয়েন্টি সিরিজে দলের কিপিং ও ফিল্ডিং কোচের দায়িত্ব পালন করতে যাচ্ছেন। ক্রিকেট অস্ট্রেলিয়াকে ওয়েড বলেন, ‘আনুষ্ঠানিকভাবে অবসর নিচ্ছি।’

অস্ট্রেলিয়ার হয়ে সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ক্যারিয়ারের শেষ ম্যাচটা খেলে ফেলেছেন ম্যাথু ওয়েড, "সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপের পরই অবগত ছিলাম আন্তর্জাতিক অঙ্গনে আমার দিন শেষ হয়ে এসেছে। ফলে জর্জ বেইলি ও অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে অবসর আর কোচিংয়ের বিষয়ে অনেক দিন ধরেই আলোচনা চলছিল।"

কোচিংয়ের দায়িত্ব পেয়ে ওয়েড বলেন, "গত কয়েক বছর ধরে কোচিং আমার চিন্তাভাবনায় রয়েছে এবং সৌভাগ্যবশত কিছু দুর্দান্ত সুযোগ আমার হাতে এসেছে, যার জন্য আমি খুব কৃতজ্ঞ এবং রোমাঞ্চিত।"

ওয়েড আরো বলেন, "যদি সর্বশেষ বিশ্বকাপ জিততে পারতাম আর আমি কিছু রান পেতাম। তাহলে হয়ত সব কিছু ভিন্ন হতো। আমি হয়ত খেলে যেতাম।"

Details Bottom