Image

এবারও 'আনলাকি' কেটেলবোরো থাকছেন বিশ্বকাপ ফাইনালে

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 10 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
এবারও 'আনলাকি' কেটেলবোরো থাকছেন বিশ্বকাপ ফাইনালে

এবারও 'আনলাকি' কেটেলবোরো থাকছেন বিশ্বকাপ ফাইনালে

এবারও 'আনলাকি' কেটেলবোরো থাকছেন বিশ্বকাপ ফাইনালে

শনিবার ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচের মধ্য দিয়েই শেষ হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪। ১ মাসের লড়াই শেষে হার না মানা দুই দল মুখোমুখি হবে ফাইনালে। প্রথম বারের মত ফাইনালে পা রাখা দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন হয়ে এই আসরটিকে করে রাখতে চাইবে স্মরণীয়। অন্যদিকে লম্বা সময়ের শিরোপা খড়া ঘোচাতে চাইবে ভারত। তবে ফাইনালের আগে আম্পায়ার নিয়ে কিছুটা হলেও দুশ্চিন্তায় থাকবে ভারত।

ফাইনাল ম্যাচ মাঠে গড়ানোর আগেরদিন অথ্যাৎ শুক্রবার  ম্যাচ অফিসিয়ালদের নাম জানিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা- আইসিসি। ফাইনালে মাঠ আম্পায়ারের দায়িত্ব পেয়েছেন ক্রিস গ্যাফানি ও রিচার্ড ইলিংওয়ার্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটলবোরো। ম্যাচ রেফারির দায়িত্ব পালন করবেন রিচি রিচার্ডসন।

আইসিসির কোনো টুর্নামেন্টে নকআউট পর্বে ভারতের প্রতিপক্ষ বিপক্ষ দল নয় বরং একজন আম্পায়ার! তিনি ইংলিশ আম্পায়ার কেটেলবেরো। এ পর্যন্ত ভারতের নক আউট পর্বে ওঠা মোট ৬ টি ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসাবে দায়িত্ব পালন করেছেন রিচার্ড কেটেলবেরো। দূভাগ্যজনক ভাবে সেই ৬ টি ম্যাচেই হেরেছে ভারত। কেটেলবেরো ভারতের জন্য কতটা অশুভ এই পরিসংখ্যানটাই তার প্রমান। 

সবশেষ ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে ভারত-অস্ট্রেলিয়া ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন কেটেলবোরো। ফলাফল, চ্যাম্পিয়ন হয় অস্ট্রেলিয়া। এবার অবশ্য মাঠে অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন না তিনি, থাকবেন টিভি আম্পায়ার হিসাবে। তবে যতযাই হোক ভারতের ম্যাচে কেটেলবোরোর যেকোনো রকম সংশ্লিষ্টতাই সমর্থকদের চিন্তার কারণ।

শনিবার বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় বার্বাডোজে মাঠে নামবে ভারত ও দক্ষিণ আফ্রিকা। কেটেলবোরো বাঁধা পেরিয়ে ভারত জিততে পারে কিনা এবার সেটাই দেখার অপেক্ষা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three