আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
-
1
আয়ারল্যান্ড সিরিজে জয়ের প্রত্যাবর্তন, শান্তর নেতৃত্বে টেস্ট দল ঘোষণা
-
2
জন্মদিনে এক নজরে কোহলির অবিশ্বাস্য রেকর্ড
-
3
নতুন রূপে বিপিএলঃ চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট ফ্র্যাঞ্চাইজির নাম পরিবর্তন
-
4
অস্ট্রেলিয়াকে ৪৮ রানে হারিয়ে সিরিজে এগিয়ে ভারত
-
5
অকল্যান্ডে ৭ রানে জয়, নিউজিল্যান্ডের মাটিতে ক্যারিবীয় উল্লাস
আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
আইপিএলে ৫ ক্রিকেটারকে রিটেইন করল লখনৌ সুপার জায়ান্টস
আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) এ তুলনামূলক নতুন ফ্র্যাঞ্চাইজি লখনৌ সুপার জায়ান্টস। ২০২২ সালে প্রথমবার অংশ নেওয়া দলটি ২০২৫ আইপিএলের জন্য দল গোছানো শুরু করেছে। গেল আসরে খেলা ৫ ক্রিকেটারকে রিটেইন করেছে তাঁরা।
ওয়েস্ট ইন্ডিজের নিকোলাস পুরান ছাড়া ৪ ভারতীয় (রবি বিষ্ণয়, মায়াঙ্ক যাদব, মহসিন খান ও আয়ুশ বাদোনি) ক্রিকেটারকে দলে ভিড়িয়েছে ফ্র্যাঞ্চাইজিটি।
সর্বোচ্চ ২১ কোটি ভারতীয় রুপি খরচ হয়েছে নিকোলাস পুরানকে রিটেইন করতে। ১১ কোটি ভারতীয় রুপি করে লেগেছে রবি বিষ্ণয় ও মায়াঙ্ক যাদবকে রিটেইন করতে। ৪ কোটি ভারতীয় রুপি করে লেগেছে মহসিন খান ও আয়ুশ বাদোনিকে দলে ধরে রাখতে।
রিটেনশনে ৫১ কোটি রুপি খরচ করা লখনৌ সুপার জায়ান্টসের পার্সে অবশিষ্ট আছে ৬৯ কোটি রুপি। আইপিএল নিলামে তাঁরা রাইট টু ম্যাচ (আরটিএম) এর সুবিধা পাবে ১ টি।
গেলবার লখনৌ সুপার জায়ান্টস শিবিরে থাকা অধিনায়ক লোকেশ রাহুল, মার্কাস স্টয়নিস, কুইন্টন ডি কক, ক্রুনাল পান্ডিয়াদের মত তারকাদের রিটেইন করার জন্য বিবেচনা করেনি লখনৌ সুপার জায়ান্টস।
লখনৌ সুপার জায়ান্টসের রিটেইন করা ক্রিকেটার-
নিকোলাস পুরান (২১ কোটি), রবি বিষ্ণয় (১১ কোটি), মায়াঙ্ক যাদব (১১ কোটি), মহসিন খান (৪ কোটি), আয়ুশ বাদোনি (৪ কোটি)।
