জ্বরের কারণে ম্যাচ খেলতে পারছেন না লিটন
জ্বরের কারণে ম্যাচ খেলতে পারছেন না লিটন
জ্বরের কারণে ম্যাচ খেলতে পারছেন না লিটন
মিরপুরে অভিষেক ম্যাচ খেলা জাকের আলি অনিক চোটের কারণে নেই সাগরিকায়, তার জায়গায় সেরা একাদশে মাহিদুল ইসলাম অঙ্কন। ভাইরাল জ্বরের কারণে ছিটকে গেছেন উইকেটকিপার ব্যাটার লিটন দাসও। ফলে গ্লাভস হাতে নিয়েছেন অভিষিক্ত মাহিদুল অঙ্কন।
কাল রাত থেকেই জ্বরে ভুগছেন লিটন দাস। ম্যাচের ঠিক আগ মুহূর্তের অনুশীলন সেশনেও দেখা যায়নি লিটনকে। ব্যাকআপ উইকেটকিপার ব্যাটার জাকের আলিও না থাকায় একদিনের পরিকল্পনা ও প্রস্তুতিতে মাহিদুল ইসলাম অঙ্কনের সাদা পোশাকে অভিষেক।
ঢাকায় এক পেসার খেললে চট্টগ্রামে একজন বেশি নিয়ে একাদশ সাজিয়েছে টাইগার টিম ম্যানেজমেন্ট। দ্বিতীয় টেস্টের সেরা একাদশে জাকের আলি আনিকের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন।
দ্বিতীয় টেস্টের সেরা একাদশে জাকের আলি আনিকের পরিবর্তে অন্তর্ভুক্ত হয়েছেন মিডল অর্ডার ব্যাটার ও উইকেটকিপার মাহিদুল ইসলাম অঙ্কন। লিটন দাসের জায়গায় খেলছেন জাকির হাসান। স্পিনার নাইম হাসানের জায়গায় খেলছেন পেসার নাহিদ রানা।
মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই ম্যাচের এই সিরিজে ১-০–তে এগিয়ে আছে এইডেন মার্করামের দল।
Due to fever, Bangladesh wicketkeeper batter Litton Das is unable to play in the Chattogram test vs South Africa. Jaker Ali Anik, who made his debut in Mirpur, is also absent from the squad in Sagarika due to injury. In his place, Mahidul Islam Ankon has been included in the best XI. The wicketkeeper-batter Litton Das has been ruled out due to viral fever, resulting in debutant Mahidul Ankon donning the gloves.
বাংলাদেশ একাদশ-
মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, সাদমান ইসলাম, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মুশফিকুর রহিম, মেহেদী হাসান মিরাজ, মাহিদুল ইসলাম অঙ্কন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, হাসান মাহমুদ।