Image

চোটের কারণে আফগানিস্তান সিরিজ মিস করবেন লিটন

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 1 দিন আগেআপডেট: 1 ঘন্টা আগে
চোটের কারণে আফগানিস্তান সিরিজ মিস করবেন লিটন

চোটের কারণে আফগানিস্তান সিরিজ মিস করবেন লিটন

চোটের কারণে আফগানিস্তান সিরিজ মিস করবেন লিটন

এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে মাঠে নামতে না পারার পর এবার আফগানিস্তানের বিপক্ষেও খেলতে পারছেন না লিটন দাস। সাইড স্ট্রেইনের চোট থেকে পুরোপুরি সেরে উঠতে আরও অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগতে পারে জাতীয় দলের অধিনায়কের। 

২২ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনের সময়ই চোট পান লিটন। শুরুতে মনে করা হয়েছিল আঘাত গুরুতর নয়। তবে শেষ পর্যন্ত মেডিকেল বিভাগের ছাড়পত্র না মেলায় ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি তার।

লিটন সুস্থ না হলে আফগানিস্তানের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজেও নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক। ইতোমধ্যেই ভারত ও পাকিস্তানের বিপক্ষে অন্তর্বর্তীকালীন অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

তাছাড়া লিটনের ইনজুরির কারণে স্কোয়াডে পরিবর্তনের সম্ভাবনাও রয়েছে। এনসিএল টি–টোয়েন্টিতে খুলনার হয়ে অর্ধশতক হাঁকানো সৌম্য সরকারের নাম ঘুরছে আলোচনায়।

২৭ সেপ্টেম্বর আফগানিস্তান সিরিজের জন্য টি–টোয়েন্টি ও ওয়ানডে দল ঘোষণা করবে বিসিবি। শারজাহতে ২, ৩ ও ৫ অক্টোবর হবে টি–টোয়েন্টি সিরিজ। এরপর আবুধাবিতে ৮, ১১ ও ১৪ অক্টোবর মাঠে গড়াবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

Details Bottom
Details ad One
Details Two
Details Three