Image

লিটনের ব্যথা নিমিষেই ভুলিয়ে দিলেন সৌম্য...

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: messages.not_availableআপডেট: 1 সেকেন্ড আগে
লিটনের ব্যথা নিমিষেই ভুলিয়ে দিলেন সৌম্য...

লিটনের ব্যথা নিমিষেই ভুলিয়ে দিলেন সৌম্য...

লিটনের ব্যথা নিমিষেই ভুলিয়ে দিলেন সৌম্য...

শ্রীলঙ্কাকে হারাতে পারলেই ঘরের মাঠে দ্বিতীয়বারের মতো ওয়ানডে সিরিজ জয়ের স্বাদ পাবে টাইগাররা। এমন সমীকরণের ম্যাচে শুরুতেই ধাক্কা খেয়েছে টাইগাররা। রানের খাতা খোলার আগেই ড্রেসিং রুমের পথ ধরেন লিটন কুমার দাস। ব্যাক টু ব্যাক ডাকে ওয়ানডেতে লিটনের এখন ডাকের সংখ্যা ১৪। লিটনের দ্রুত বিদায়ের দিনে জ্বলে ওঠলেন অবশ্য সৌম্য সরকার। একের পর স্ট্রোক্সে সৌম্য তুলেছেন ফিফটি। 

লিটন দাস সিরিজের প্রথম ওয়ানডেতে পেয়েছিলেন গোল্ডেন ডাকের স্বাদ। আজ অবশ্য ৩ বল খেলে বিদায় নিয়েছেন শূন্য হাতে। এরপর লঙ্কান বোলারদের ওপর পালটা আক্রমণ চালান আরেক ওপেনার সৌম্য সরকার ও তিনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এই দুইয়ের জুটিতে স্কোরবোর্ডে এরপর যোগ হয় ৭৫ রান। 

২০১৫ সালে অভিষেকের পর থেকে এই পর্যন্ত লিটনের ৯১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ার। যেখানে ১২ বার পঞ্চাশ ও পাঁচটি সেঞ্চুরি পেলেও লিটন দাস ডাক হয়ে প্যাভিলিয়নে ফেরেন মোট ১৪ ম্যাচে। যার মধ্যে সর্বোচ্চ ৪ বার লিটনের শূন্য শ্রীলঙ্কার বিপক্ষে নেমে। ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে এই পর্যন্ত মোট ৭ ম্যাচ খেলা লিটনের রান সংখ্যা ৬৩, গড় কেবল ৯। এই ৭ ম্যাচে লিটনের ব্যাট থেকে বাউন্ডারি এসেছে ৫টি, আর ছক্কার সংখ্যা ২। 

লিটনের ব্যাক টু ব্যাক ডাক হওয়ার লজ্জার রেকর্ড অবশ্য চট্টগ্রামের দর্শকদের ভুলিয়ে দিলেন আরেক ওপেনার সৌম্য সরকার। আগের ম্যাচে ৯ বল খেলে ৩ রান পাওয়া সৌম্য আজ শুরু থেকেই ছিলেন চেনা ছন্দে। স্ট্রোক্সের ফোয়ারা ছুটিয়ে পাওয়ার প্লেতে বাংলাদেশের সংগ্রহে ৬৪। ব্যক্তিগত ৪০ রানে শান্তর বিদায়ে ভাঙে সৌম্যর সাথে গড়া ৭৫ রানের গুরুত্বপূর্ণ জুটি। এরপর তাওহীদ হৃদয়কে নিয়ে ইনিংস টানতে থাকেন সৌম্য, দাপট দেখিয়ে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ১২তম ফিফটির দেখা। হাসারাঙ্গাকে বাউন্ডারি হাঁকিয়ে সৌম্য পঞ্চাশ ছুঁয়েছেন ৫২ বলে। 

দুর্দান্ত সৌম্য সরকার শেষ পর্যন্ত উইকেট হারান দলীয় ১৩০ রানে, ওয়ানিন্দু হাসারাঙ্গার বলে দিলশান মাদুশঙ্কার হাতে হন অনবদ্য এক ক্যাচের শিকার। প্যাভিলিয়নে ফেরার ওপেনার সৌম্য ৬৬ বলে করেছেন ৬৮ রান, যা তিনি সাজান ১১ চার ও ১ ছক্কায়। এই ইনিংস খেলার পথে ছুঁয়েছেন বাংলাদেশি ব্যাটারদের মধ্যে দ্রুততম দুই হাজার রানের মাইলফলক। ৬৪ ইনিংস খেলা সৌম্যর রান এখন ২০১২। এতদিন শীর্ষে থাকা শাহরিয়ার নাফিস, লিটন দাস ওয়ানডেতে দুই হাজার রান করেছিলেন যথাক্রমে ৬৫ ইনিংস খেলে। 

Details Bottom
Details ad One
Details Two
Details Three