Image

অতীত থেকে শিক্ষা নিয়ে আফগানদের অজি বধের রূপকথা

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
অতীত থেকে শিক্ষা নিয়ে আফগানদের অজি বধের রূপকথা

অতীত থেকে শিক্ষা নিয়ে আফগানদের অজি বধের রূপকথা

অতীত থেকে শিক্ষা নিয়ে আফগানদের অজি বধের রূপকথা

অতীত থেকে শিক্ষা নিয়ে অজি বধের রূপকথা রচনা করেছে আফগান ক্রিকেটাররা। যু'দ্ধবি'ধ্ব'স্ত আফগানিস্তানের কাছে বিশ্ব চ্যাম্পিয়নদের হারানোর মাহাত্ম্য অনেক। তাই অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ের আনন্দ শুধু ক্রিকেটারদের মধ্যেই নয় বরং ছড়িয়ে পরেছে পুরো দেশে।

ভারতের বিপক্ষে হারের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে জয়ে সেমিফাইনালের আশা বেঁচে থাকলো আফগানিস্তানের। রাশিদ খান মনে করছেন সেমিফাইনালে খেলার সব সুযোগ তাদের আছে। ম্যাচের পর সংবাদ সম্মেলনে তিনি এ ব্যাপারে বলেন,
 
‘অস্ট্রেলিয়ার বিপক্ষে এই জয়টা আমাদের দেশের জন্য এবং বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা সমর্থকদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জয়। আফগানরা পৃথিবীর যেখানেই থাকুক, তারা এমন একটি জয়ের অপেক্ষায় ছিল। খুবই মিস করছিল। তবে এটা আমাদের জন্য মাত্র শুরু। সেমিফাইনালে খেলার সব সুযোগ আমাদের আছে।’

২০২৩ ভারতে অনুষ্ঠিত ওয়ানডে বিশ্বকাপে জয়ের খুব কাছে গিয়েও শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার বিপক্ষে হার মানতে হয় আফগানিস্তানের। সেই ম্যাচের কথা এখনো ভুলতে পারেননি রাশিদ খান। একবার এক সক্ষাৎকারে বলেছিলেন সেই ম্যাচের পরে রাতে তিনি ঘুমাতে পারেননি। 

বিশ্বকাপে অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতির কথা জানাতে গিয়ে রাশিদ খান বলেন, ‘এটা দল ও দেশের জন্য অনেক বড় একটি জয়। অস্ট্রেলিয়াকে হারানোর অনুভূতি দারুণ। এটা এমন কিছু, যা আমরা ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে করতে পারিনি, এমনকি অস্ট্রেলিয়ায় ২০২২ বিশ্বকাপেও করতে পারিনি।’

৪ উইকেট নিয়ে আফগানদের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন গুলবেদিন নাইব। ম্যাচ শেষে রাশিদের কন্ঠেও শোনা গেলো তার প্রসংশা। তিনি বলেন, ‘এটাই দলের সৌন্দর্য। দলে অনেক বেশি অলরাউন্ডার থাকায় বিকল্প পাওয়া যায়। তার হাতে আপনি যখনই বল তুলে দেবেন, সে তা হাসিমুখে গ্রহণ করে। যেভাবে গুলবেদিন বল করেছে, তার যে অভিজ্ঞতা, সেটা আজ দারুণ কাজে লেগেছে।'

Details Bottom