Image

তামিমের কথা শুনেই মিরপুরে সফল মহারাজ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
তামিমের কথা শুনেই মিরপুরে সফল মহারাজ

তামিমের কথা শুনেই মিরপুরে সফল মহারাজ

তামিমের কথা শুনেই মিরপুরে সফল মহারাজ

দুই ইনিংস মিলিয়ে এখন পর্যন্ত বাংলাদেশের ৬ উইকেট শিকার করেছেন দক্ষিণ আফ্রিকার স্পিনার কেশব মহারাজ। কেশবের মিরপুরে সাফল্য পাবার পেছনে অবদান আছে তামিম ইকবালের। গত বছর বিপিএলে ফরচুন বরিশালের হয়ে তিনটি ম্যাচ খেলেছিলেন কেশব সেই দলের অধিনায়ক ছিলেন তামিম ইকবাল। সেই সম্পর্কের খাতিরে তামিমের কাছ থেকে মিরপুরের পিচ কন্ডিশন সম্পর্কে খুঁটিনাটি তথ্য জেনে নিয়েছেন মহারাজ।

তৃতীয় দিনের শেষে সংবাদ সম্মেলনে এসে কেশব মহারাজ বলেন, "আমি তামিম ভাইকে মেসেজ করেছিলাম। তাঁর সঙ্গে আমার ভালো সম্পর্ক, সেটা মূলত বিপিএল খেলার কারণে। আমি তাঁর কাছে কন্ডিশনের ব্যাপারে কিছু পরামর্শ চেয়েছিলাম। তিনি কিছু কথা বলেছিলেন, উইকেট কেমন আচরণ করতে পারে, এসব বিষয়ে। তিনি যা বলেছেন, উইকেট ঠিক তেমনই আচরণ করছে।"

বাংলাদেশ ভালো ব্যাট করলেও তৃতীয় দিন শেষে এখনো নিজেদের এগিয়ে রাখছেন মহারাজ, "অবশ্যই বাংলাদেশ অনেক ভালো ব্যাট করেছে আজকে। কন্ডিশন কিছুটা ভালো হয়েছে মনে হয় যেহেতু বল কিছুটা পুরনো। তবে আমি এখনও মনে করি আমরা এগিয়ে আছি। অবশ্যই বাংলাদেশ লিডে রয়েছে। ৩ উইকেট এখনও হাতে তাদের। যদি তাদের অল্প রানের মধ্যে আটকে রাখতে পারি, তবে আমি এখনও মনে করি আমরা ভালো জায়গায় রয়েছি, প্রথম ইনিংসে ব্যাট হাতে আমরা যতটুকু ভালো করেছি সেসব বিবেচনায় নিয়ে।"

মিরাজ ও জাকের আলীর ব্যাটিংয়ে কৃতিত্ব দিলেন কেশব মহারাজ, "এখন আজকে মেহেদী এবং জাকের আলী ভালো খেলেছে। আমরা তাদের বিপক্ষে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গিয়েছি। আমার মনে হয় না আমরা হালকাভাবে নিয়েছি, তারা অনেক বেশি ভালো খেলেছে। অবশ্যই এরকম পরিস্থিতিতে তাদের এমন ব্যাটিংয়ের জন্য কৃতিত্ব দিতে হবে।"

Details Bottom