Image

পাকিস্তানকে নিন্দা জানিয়েছেন কামরান আকমল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 11 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানকে নিন্দা জানিয়েছেন কামরান আকমল

পাকিস্তানকে নিন্দা জানিয়েছেন কামরান আকমল

পাকিস্তানকে নিন্দা জানিয়েছেন কামরান আকমল

যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তানের অসহায় আত্নসমর্পণকে 'বিগেস্ট ইনসাল্ট' বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমল।

বৃহস্পতিবার 'ফেভারিট' হিসাবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তান। তবে পাকিস্তানের নড়বড়ে ব্যাটিং,বোলিংয়ে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানেও যুক্তরাষ্ট্রের ব্যাটারদের ১৮ রান দিয়ে বসে অভিজ্ঞ বোলার মোহাম্মদ আমির। অনভিজ্ঞ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পাকিস্তানের এমন পরাজয় মেনে নিতে পারছেন না অনেকেই। এই নিয়ে ক্রিকেট মহলে চলছে আলোচনা সমালোচনা। এবার সেই সমালোচনায় যোগ দিলেন সাবেক ক্রিকেটার কামরান আকমল।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে হারের চেয়ে বড় অপমান পাকিস্তান জন্য আর কিছু হতে পারেনা বলে মনে করেন কামরান আকমল। নিজের ইউটিউব চ্যানেলে এক ভিডিও বার্তায় তিনি বলেন-
"পাকিস্তানের কাছে সবচেয়ে বড় অপমান সুপার ওভারে ম্যাচটা হেরে যাওয়া। এটার চেয়ে বড় অপমান আর কিছু হতে পারেনা। যুক্তরাষ্ট্র অসাধারণ খেলেছে। তাদের খেলা দেখে মনে হয়নি তারা র‌্যঙ্কিংয়ে নিচের দিকের দল বরং মনে হচ্ছিলো র‌্যঙ্কিংয়ে তারা পাকিস্তানের চেয়েও বড় দল।"

কামরান আকমল আরো বলেন,
" যুক্তরাষ্ট্র জিতেছে কারন তারা আমাদের চেয়ে ভালো ক্রিকেট খেলেছে। এই হারের মধ্য দিয়ে আমাদের ক্রিকেটের সত্যিকারের মুখোশ খুলে গিয়েছে এটা দেখিয়েছে আমাদের ক্রিকেট আসলে কতটা এগিয়েছে"

কামরান আকমল মনে করেন পাকিস্তানের ক্রিকেটাররা এদিন ভালো পারফরম্যান্স করতে পারেননি। এবং যুক্তরাষ্ট্রের মত অনভিজ্ঞ দলের বিপক্ষে হারা পাকিস্তানের কাছে লজ্জার। তিনি বলেন-
" পাকিস্তান ক্রিকেট দলের জন্য এটা লজ্জাজনক পারফরম্যান্স। যদি তারা ইংল্যান্ডের মত বড় দলের বিপক্ষে হারতো তাহলে ঠিক ছিলো, বা যদি প্রতিপক্ষের সাথে লড়াই করে হারতো তাহলেও মানা যেতো কিন্তু এমন দলের বিপক্ষে হারা যারা কিনা খুব কিছু ম্যাচ খেলেনি এটা মানা যায়না" 

পাকিস্তান তাদের পরবর্তী ম্যাচে মুখোমুখি হবে ভারতের। ম্যাচটি অনুষ্ঠিত হবে রবিবার, নিউইয়র্কের নাসাউ কাউন্টি স্টেডিয়ামে।

Details Bottom
Details ad One
Details Two
Details Three