Image

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 2 সপ্তাহ আগেআপডেট: 1 সেকেন্ড আগে
পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস

পাকিস্তানের বিপক্ষে অস্ট্রেলিয়ার অধিনায়ক জশ ইংলিস

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজে অধিনায়কত্ব করবেন জস ইংলিস। এর আগে অধিনায়ক ছাড়াই দল ঘোষণা করেছিল অস্ট্রেলিয়া। বর্ডার গাভাস্কার ট্রফিকে প্রাধান্য দিতে গিয়ে এই সিরিজে সিনিয়র কিছু ক্রিকেটার বিশ্রামে থাকায় অধিনায়কত্ব এসেছে জশ ইংলিসের কাঁধে। 

অস্ট্রেলিয়ার ৩০ তম ওয়ানডে এবং ১৪তম টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে নেতৃত্ব পেতে যাচ্ছেন জশ ইংলিস। অন্যদিকে প্যাট কামিন্স, স্টিভেন স্মিথ, জশ হেজেলউড, মিচেল স্টার্ক ও মার্নাস লাবুশেইনরা চলে যাবেন বোর্ডার-গাভাস্কার ট্রফির জন্য। তাদের ছাড়াই টি-টোয়েন্টি সিরিজ খেলবে অজিরা। নতুন করে পেস বোলার স্পেন্সার জনসন এবং জেভিয়ার বার্টলেট ওডিআই স্কোয়াডে যোগ করা হয়েছে। 

জশ ইংলিসকে নেতৃত্ব দেয়ার প্রসঙ্গে প্রধান নির্বাচক জর্জ বেইলির বলেন, "আমাদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দলের অবিচ্ছেদ্য অংশ জশ। মাঠের ভেতরে-বাইরে দারুণ সম্মানও পায় সবার কাছ থেকে। আগে সে প্রাইম মিনিস্টার’স একাদশকে নেতৃত্ব দিয়েছে।"

তিনি আরো বলেন, "জশ ইংলিস ম্যাথুউ শর্ট এবং অ্যাডাম জাম্পা, গ্লেন ম্যাক্সওয়েল এবং মার্কাস স্টোইনিস সহ সিনিয়র খেলোয়াড়দের কাছ থেকে সমর্থন পাবেন।"

প্রথমে ধারণা করা হচ্ছিলো গ্লেন ম্যাক্সওয়েল, অ্যাডাম জ্যাম্পা, অ্যারন হার্ডি ও ম্যাথু শর্টের মধ্যেই কেউ দায়িত্ব পাচ্ছেন পাকিস্তান সিরিজে। তবে সবাইকে চমকে দিয়ে অধিনায়ক করা হলো ইংলিসকে। বিগ ব্যাশের গত আসরে পার্থ স্কর্চার্সের সহ-অধিনায়ক ছিলেন তিনি।

অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর থেকে। অস্ট্রেলিয়ার হয়ে টি-টোয়েন্টি স্কোয়াডে যারা আছেন তারা হলো, 

জশ ইংলিস (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, কুপার কনোলি, টিম ডেভিড, নাথান এলিস, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অ্যারন হার্ডি, স্পেন্সার জনসন, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথিউ শর্ট, মার্কাস স্টোইনিস, অ্যাডাম জাম্পা

Details Bottom