বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার
৯৭ প্রতিবেদক: তাকি বিন মহসিন
প্রকাশ: 7 ঘন্টা আগেআপডেট: 14 মিনিট আগে- 1
আইপিএল থেকে বিপিএলের দায়িত্ব পাচ্ছে নিউ ইয়র্কের কোম্পানি আইএমজি
- 2
বিসিবি থেকে টনি হেমিং মাসিক প্রায় ১০ লক্ষ টাকাসহ পাচ্ছেন নানা সুবিধা
- 3
৬ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে জিতল ওয়েস্ট ইন্ডিজ
- 4
সিরাজের খাবার ইংল্যান্ডের বোলারদের খাওয়াতে চান সাবেক ইংলিশ অধিনায়ক
- 5
বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার

বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার
বাবার মৃত্যুর দিনে বাবার জন্যই খেললেন বাটলার
ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ১১,৮৮১ রানের মালিক জস বাটলার সম্প্রতি জীবনের এক কঠিন সময় পার করছেন। গত ৬ আগস্ট তিনি হারিয়েছেন তার প্রিয় বাবা জোহান বাটলারকে।
শোকের এই মুহূর্তে পরিবারের পাশে থাকার সুযোগ থাকলেও বাটলার বেছে নেন ভিন্ন পথ। বাবার স্মৃতিকে শ্রদ্ধা জানাতে ব্যাট হাতে নেমে পড়েন মাঠে। সেদিনই ‘দ্য হানড্রেড’-এর ম্যাচে ম্যানচেস্টার অরিজিনালসের হয়ে খেলতে নামেন তিনি। যদিও ইনিংসে মাত্র ১৯ রানের বেশি করতে পারেননি। পরবর্তী ম্যাচে ৯ আগস্ট, আবারও মাঠে নামলে এবার রানের খাতা খোলার আগেই ফিরতে হয় এই ডানহাতিকে।
তবে ম্যাচ শেষে বাবার প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করতে ভোলেননি বাটলার। সামাজিক মাধ্যমে তিনি লিখেন, “বাবা, শান্তিতে থেকো। আমার জন্য যা কিছু করেছ, তার জন্য ধন্যবাদ।” তার এই আবেগঘন বার্তার পরই অনেক ভক্ত-সমর্থক এবং ক্রিকেটপ্রেমী প্রথমবার জানতে পারেন জোহান বাটলারের মৃত্যুর খবর।
বাটলারের সতীর্থরাও তার শোকে পাশে ছিলেন। বাটলারের বাবার প্রতি শ্রদ্ধা জানাতে ম্যাচে কালো আর্মব্যান্ড পরে খেলেন তারা। ভক্তরা সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে দেন সমবেদনা ও সহমর্মিতা।
এভাবেই ব্যক্তিগত শোককে পেছনে রেখে বাবার প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধের মিশ্রণে মাঠে নেমে নজির স্থাপন করলেন জস বাটলার।