Image

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 9 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জো রুট, নেই স্টোকস

চ্যাম্পিয়ন্স ট্রফির ভেন্যু নিয়ে জটিলতা কাটার পর সবার আগে দল ঘোষণা করেছে ইংল্যান্ড। চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের দলে ফিরেছেন জো রুট। তবে ইনজুরির কারণে ফেরা হয়নি বেন স্টোকসের। তাছাড়া টেস্টে উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ চ্যাম্পিয়ন্স ট্রফির দলে জায়গা পেয়েছেন।

ইংল্যান্ডের লাল বলের প্রধান কোচ ব্রেন্ডন ম্যাককলাম সম্প্রতি সাদা বলের ও কোচ হয়েছেন। এ কারণেই হয়তো চ্যাম্পিয়ন্স ট্রফির দলে দেখা গেছে টেস্ট দলের খেলোয়াড়দের আধিক্য।  দলে জায়গা হারিয়েছেন স্যাম কারেন। বাদ পড়েছেন উইল জ্যাকস। গ্লাভস হাতে দেখা যেতে পারে জেমি স্মিথকে।

অধিনায়ক থাকছেন জস বাটলার।  পেস বোলিং আক্রমণে থাকছেন মার্ক উড, জফরা আর্চার, গাস আটকিনসন । অন্যরা হলেন ব্রাইডন কার্স, সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।

ইংল্যান্ডের চ্যাম্পিয়ন্স ট্রফির দল: 

জস বাটলার (অধিনায়ক), ফিল সল্ট, মার্ক উড, সাকিব মাহমুদ, আদিল রশিদ, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভারটন, বেন ডাকেট, ব্রাইডন কার্স, হ্যারি ব্রুক, জ্যাকব বাথেল, গাস আটকিনসন, জফরা আর্চার, জো রুট।

Details Bottom
Details ad One
Details Two
Details Three