Image

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করলেন জয় শাহ

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 1 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করলেন জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করলেন জয় শাহ

আইসিসির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব শুরু করলেন জয় শাহ

আজ থেকে আনুষ্ঠানিকভাবে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেছেন জয় শাহ। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জয় শাহর দায়িত্ব নেওয়ার বিষয়টি নিশ্চিত করে আইসিসি। এর মাধ্যমে আইসিসির ইতিহাসে সর্বকনিষ্ঠ চেয়ারম্যান হলেন ৩৫ বছর বয়সী জয় শাহ। 

আইসিসির চেয়ারম্যান হয়ে জয় শাহ জানালেন, "আমি আইসিসির চেয়ারম্যান হিসেবে বসতে পেরে গর্বিত এবং আইসিসির কর্মকর্তাদের কাছে কৃতজ্ঞ আমার উপর ভরসা রাখার জন্য। এটা ক্রিকেটের জন্য দারুণ সময় কারণ আমরা ২০২৮ সালে অলিম্পিকের জন্য তৈরি হচ্ছি। ফলে বিশ্বে আরও বেশি করে সমর্থক আমাদের সঙ্গে যোগ দেবে।"

নারী ক্রিকেট নিয়ে জয় শাহ বলেন, "মেয়েদের ক্রিকেটের উন্নতিতে আমাদের আরও গতি বাড়াতে হবে। বিশ্বমঞ্চে ক্রিকেটের সেই ক্ষমতা আছে। আইসিসি টিম ও সদস্য দেশগুলোর সঙ্গে একসঙ্গে কাজ করার জন্য মুখিয়ে আছি।"

আইসিসির সাবেক চেয়ারম্যানকে ধন্যবাদ নিয়ে জয় শাহ আরো বলেন,"আমি গ্রেগ বার্কলেকে গত চার বছর নেতৃত্ব দেওয়ার জন্য এবং সেই সময়ের মধ্যে অর্জিত মাইলফলকগুলির জন্যও ধন্যবাদ জানাতে চাই৷ আমি সদস্য দেশগুলির সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার জন্য উন্মুখ৷"

এর আগে শাহ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি এবং আইসিসির অর্থ ও বাণিজ্যিক বিষয়ক কমিটির চেয়ারম্যান হিসেবে বিশ্ব ক্রিকেটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আর এবার দায়িত্ব শুরু করতে যাচ্ছেন আইসিসি প্রধান হিসেবে।

ভারতীয় ক্রিকেটের অগ্রগতিতেও উল্লখযোগ্য অবদান রেখেছেন জয় শাহ। যেমন, রেকর্ড-ব্রেকিং আইপিএল মিডিয়া অধিকার চুক্তি করা। নারী প্রিমিয়ার লীগ, নতুন অত্যাধুনিক সেন্টার অফ এক্সিলেন্স তৈরি, টেস্ট ক্রিকেট ইনসেনটিভ স্কিম এবং আরও অনেক কিছু।

উল্লেখ্য, গত আগস্টে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আইসিসির স্বাধীন চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন জয় শাহ। আইসিসি বোর্ডের মনোনীত একমাত্র প্রার্থী ছিলেন তিনি। তাই আনুষ্ঠানিক নির্বাচনের প্রয়োজন হয়নি।

Details Bottom
Details ad One
Details Two
Details Three