Image

আইপিএলে নতুন বিতর্ক! আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিশান

৯৭ প্রতিবেদক:

প্রকাশ: 6 ঘন্টা আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএলে নতুন বিতর্ক! আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিশান

আইপিএলে নতুন বিতর্ক! আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিশান

আইপিএলে নতুন বিতর্ক! আউট না হয়েও স্বেচ্ছায় মাঠ ছাড়লেন ঈশান কিশান

বল লেগ স্ট্যাম্প ছাড়িয়ে বাইরে বেরিয়ে যাচ্ছিল। সেটা লেগ গ্ল্যান্স করতে গিয়ে মিস করেন ঈশান কিশান। বল যায় উইকেটকিপারের গ্লাভসে। অর্থাৎ, আউটই ছিলেন না ব্যাটার। তা সত্ত্বেও স্বতঃপ্রণোদিতভাবে ড্রেসিংরুমে ফিরে যান ঈশান কিশান। কিন্তু পরে আল্ট্রা এজে দেখা গেল বল কিশানের ব্যাটেই লাগেনি।

গতরাতে আইপিএল ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে সানরাইজার্স হায়দ্রাবাদের ইনিংসের তৃতীয় ওভারের প্রথম ডেলিভারিতে দীপক চাহার না চাইতেও পেয়ে যান ঈশান কিশানের উইকেট। যদিও কিশান আউট ছিলেন না। ডিআরএস নিলে বেঁচে যেতেন ঈশান। কিন্তু তিনিও সেই পথে হাঁটেননি।

লেগ সাইডের বলটি গ্লান্স করতে চেয়েছিলেন কিশান। তা গিয়ে জমা পড়ে উইকেটকিপার রায়ান রিকেলটনের গ্লাভসে। কিন্তু উইকেটকিপার বা বোলার কেউই আউটের জন্য আবেদন করেননি। মুম্বাই ইন্ডিয়ান্সের কেউ আবেদন না করলেও বেরিয়ে যান কিশান। 

রিকেলটন বল ধরতেই কোনও দিকে না তাকিয়ে ইশান কিশান হাঁটা দেন ডাগ আউটের দিকে। এমন অদ্ভুত ঘটনায় আম্পায়ার বিনোদ শেষণ কিছুটা হতবাক হয়ে যান। দেখা যায়, তিনি হাত তুলেছিলেন। হয়তো ওয়াইড দিতেন। কিন্তু কিশান মাঠ ছাড়ার জন্য হাঁটা দেওয়ায় তিনি আঙুল উঁচিয়ে আউট দেন। তারপর রিপ্লেতে স্নিকোমিটারের ক্লিপ দেখানো হয়। যেখানে স্পষ্ট, বল ঈশান কিশানের ব্যাট কিংবা গ্লাভসের কোনও অংশই ছুঁয়ে যায়নি।

আম্পায়ারকে কাঠগড়ায় তোলা হচ্ছে। আইপিএলের মতো টুর্নামেন্টে এত সাধারণ মানের আম্পায়ারিং দেখে হতবাক হয়েছেন অনেকেই। তুমুল বিতর্কের মুখে পড়েছেন ঈশানও। কারও কারও বিস্ফোরক অভিযোগ, কেন ডিআরএস নিলেন না তিনি? এর পিছনে স্পট ফিক্সিংয়ের মতো অভিশাপ লুকিয়ে নেই তো? 

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একজন লেখেন, ‘কেবলমাত্র আম্পায়ার আর ঈশানেরই স্ক্রিপ্ট মনে ছিল। মুম্বাই, চেন্নাই আর রাজস্থানের খেলা মানেই চূড়ান্ত ফিক্সিং!’

Details Bottom
Details ad One
Details Two
Details Three