Image

আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, কোন দলের অবস্থান কোথায়

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 6 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, কোন দলের অবস্থান কোথায়

আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, কোন দলের অবস্থান কোথায়

আইপিএল ২০২৪ পয়েন্ট টেবিল, কোন দলের অবস্থান কোথায়

চার ছক্কার ফুলঝুরির আধুনিক এই বিশ্ব ক্রিকেটের যুগে সবচেয়ে আলোচিত ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট (আইপিএল) ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। এবারের আসরের ম্যাচেগুলোতে যেভাবে রান বন্যা বইছে, তা রীতিমতো অবিশ্বাস্য। ২৫০ এর বেশি স্কোর হয়েছে অনেকগুলো, সেই সাথে ২৮৭ রান পর্যন্ত উঠেছে, যা আইপিএলের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ।

আইপিএল একদিকে যেমন ২২ গজে চার-ছক্কার ফুলঝুরি ঝরায়। ঠিক তেমনই গোটা মৌসুম জুড়ে চলে পয়েন্ট টেবিলের সাপ লুডোর লড়াই। প্রতি ম্যাচ জিতলে উপহার স্বরুপ পাওয়া যায় ২ টি করে পয়েন্ট। এই পয়েন্টের আক্রমণ পাল্টা আক্রমণে লিগ রাউন্ডের শেষে যে ২ টি দল সবার উপরে থাকে, তারা কোয়ালিফায়ারে খেলার সুযোগ পায়। বাকি ৩ ও ৪ নম্বর দল খেলে এলিমিনেটর। 

অর্থাৎ পয়েন্ট টেবিলের প্রথম দুইয়ে থাকা দল ফাইনালে ওঠার জন্য সুযোগ পায় দুটি করে। প্রথমে ১ ও ২ নম্বর দলের কোয়ালিফায়ার ম্যাচে যে জয়ের দেখা পায় সে সরাসরি চলে যায় ফাইনালে। অপরদিকে, ৩ ও ৪ নম্বর দলের এলিমিনেটরে যে দল জয়লাভ করে তার সঙ্গে খেলা হয় কোয়ালিফায়ারের পরাজিত দলের। দ্বিতীয় কোয়ালিফায়ারে এই দুই দলের মধ্যে জয়ী দল ফাইনালের টিকিট পাকা করে। ফলে আইপিএলে পয়েন্ট টেবিল খুব গুরুত্নপূর্ণ। শুধু ম্যাচ জয় কিংবা হারা নয়, সঙ্গে নেট রানরেটও আপনার দলের ভাগ্য বদলে দিতে পারে যে কোনো মূহুর্তে। 

গৌহাটিতে রাজস্থান বনাম পাঞ্জাব কিংসের আইপিএল ২০২৪ এর ৬৫ তম লিগ ম্যাচের পর কোন দল কত পয়েন্ট নিয়ে তালিকার কত নম্বরে অবস্থান করছে, দেখে নিন একনজরে। এখন পর্যন্ত দুটি দল যোগ্যতা অর্জন করেছে প্লে-অফের টিকিট। তারা হলো তালিকার এক ও দুই নম্বরে থাকা দল দুটি।

এদিন পাঞ্জাবের কাছে রাজস্থান ৫ উইকেটে হারলেও ১৩ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে কুমার সাঙ্গাকারার শিষ্যদের অবস্থান তালিকার ২য় নম্বরে। ১৩ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে কোলকাতা নাইট রাইডার্স রয়েছে লিগ টেবিলের শীর্ষে। 

মুস্তাফিজুর রহমানের চেন্নাই সুপার কিংস ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের ৩য় স্থানে অবস্থান করছে। যদিও নিজ দেশের হয়ে খেলতে পহেলা মে আইপিএল ছেড়ে দেশে ফিরেন কাটার মাস্টার। সানরাইজার্স হায়দরাবাদ টেবিলের ৪ নম্বরে অবস্থান করছে। ১২ ম্যাচে ৭টি জয়-সহ তাদের সংগ্রহে রয়েছে ১৪ পয়েন্ট।

সবার আগে লিগ পর্ব শেষ করা দিল্লি ১৪ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের ৫ নম্বরে। ১৩ ম্যাচে ৬টি জয়-সহ ১২ পয়েন্ট সংগ্রহ করেছে আরসিবি। তাদের অবস্থান পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। ৭,৮,৯ ও ১০ নম্বর অবস্থানে রয়েছে যথাক্রমে- লখনউ, গুজরাট, পাঞ্জাব ও মুম্বাই ইন্ডিয়ান্স।

গত ২২ মার্চ থেকে শুরু হয়েছে আইপিএল ২০২৪ এর এবারের আসর। চলবে ২৬ মে পর্যন্ত। অন্যান্যবারের মতো এবারও প্রতিযোগিতার ১৭ তম আসরে আরও একবার পয়েন্ট টেবিলের জমজমাট, হাড্ডাহাড্ডি লড়াই ইতোমধ্যে দেখে ফেলেছে ক্রিকেটপ্রেমীরা।

Details Bottom
Details ad One
Details Two
Details Three