Image

রোহত শর্মার জবাবের পাল্টা জবাব দিলেন ইনজামাম উল হক

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
রোহত শর্মার জবাবের পাল্টা জবাব দিলেন ইনজামাম উল হক

রোহত শর্মার জবাবের পাল্টা জবাব দিলেন ইনজামাম উল হক

রোহত শর্মার জবাবের পাল্টা জবাব দিলেন ইনজামাম উল হক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারত বনাম ইংল্যান্ডের মধ্যকার ম্যাচের ১৬ তম ওভারে আর্শদ্বীপ সিং এর করা বলে রিভার্স সুইং নিয়ে প্রশ্ন তুলেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম উল হক। আর্শদীপ সিং কীভাবে রিভার্স সুইং করাচ্ছেন সেটি আম্পায়ারদের খতিয়ে দেখতে বলেছিলেন তিনি। এর জাবাব টাও দিয়েছিলেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। তবে এবার ফের রোহিতের জবাবের পাল্টা আক্রমণ করে বসলেন ইনজামাম উল হক। 

পাকিস্তানের একটি টিভি চ্যানেলে রোহিতের কথার জবাব দিয়ে ইনজামাম বলেন, 'মাথা তো আমি নিশ্চয়ই খুলে নিব। প্রথম কথা সে বলেছে রিভার্স সুইং হচ্ছে, যা আমি বলেছিলাম। রোহিত শর্মার আমাদের বলে দেওয়ার প্রয়োজন নেই- রিভার্স সুইং কীভাবে হয়, কতটুকু রোদের মধ্যে হয়, কোন ধরণের পিচে হয়। যারা শিখিয়েছে, তাদের শেখাতে হয় না। এসব কথাবার্তা ভালো নয়।'

ভারতের বিরুদ্ধে বল টেম্পারিংয়ের কোনো অভিযোগ নয় বরং শুধুমাত্র আম্পায়ারকে পরামর্শ দিতেই মন্তব্য করেছিলেন তিনি, বিষয়টি নিশ্চিত করে ইনজামাম উল হক বলেন, 'যিনি প্রশ্ন করেছিলেন, যে বল টেম্পারিং করা হচ্ছে। না, আমি এটা বলিনি। ভুল প্রশ্ন করা হয়েছিল। আমি আম্পায়ারকে পরামর্শ দিয়েছিলাম, ১৫তম ওভারে রিভার্স সুইং হচ্ছে, চোখ খোলা রাখুন।'

ভারতের অধিনায়ক রোহিত শর্মাকে খোঁচা দিয়ে ইনজামাম উল হক আরো বলেন,'এখনো আম্পায়ারের প্রতি আমার এই পরামর্শ থাকবে। সঙ্গে আম্পায়ার যদি তার মাথাও খোলা রাখেন, তাহলে অনেক ভালো হয়ে যাবে। সে (রোহিত) তো শুধু মাথা খোলা রাখার কথা বলেছে। আমি আম্পায়ারকে বলবো- চোখও খোলা রাখুন, মাথাও খোলা রাখুন,' 

বলে রাখা ভালো ইনজামাম উল হকের মন্তব্যের জবাবে  মুখে কিছুটা বিরক্তি নিয়ে রোহিত বলেছিলেন, 'এখন কী জবাব দেব আমি এটার ভাই? এত রোদের মাঝে খেলছেন আপনি, এত শুষ্ক উইকেট, বল রিভার্স আপনা-আপনি হয়। শুধু আমাদের কেন, সব দলের হচ্ছে। মাঝেমধ্যে মাথা কিছু খুলে রাখাটাও জরুরি। বোঝা জরুরি কোন কন্ডিশনে খেলা হচ্ছে। ইংল্যান্ড, অস্ট্রেলিয়ায় ম্যাচ হচ্ছে না। এটাই আমি বলব।' মূলত রোহিতের এই মন্তব্যেই চটেছেন পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার।

Details Bottom
Details ad One
Details Two
Details Three