টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ
- 1
যাকে সরানো হলো ‘অযোগ্য’ বলে, পরামর্শ নিতে হলো ‘অপরিহার্য’ জেনে
- 2
বিসিবি নির্বাচন, ফিক্সিং ইঙ্গিত ও ক্রীড়া উপদেষ্টার ‘সীমিত হস্তক্ষেপ’: আড়ালের গল্প কী?
- 3
শাস্তি এড়াতে এশিয়া কাপে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে ভারত
- 4
নিজাকাতের প্রিয় খেলোয়াড় সাকিব, স্পিনেই বাজিমাত করতে চায় হংকং
- 5
চ্যাম্পিয়নশিপের স্বাদ পেতে চান, এশিয়া কাপে আশাবাদী লিটন দাস

টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ
টেস্টের পর টি-টোয়েন্টিতেও হোয়াইটওয়াশের লজ্জা পেল বাংলাদেশ
ভারত সফরের শুরু থেকে শেষ; বাংলাদেশের হতশ্রী চেহারা। টেস্ট সিরিজের পর টি-টোয়েন্টিতেও বাংলাদেশ হলো হোয়াইটওয়াশ। অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদের বিদায় ও হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচে শান্ত-লিটনরা পেল এই ফরম্যাটে সবচেয়ে বড় লজ্জার পরাজয়। ভারতের করা ২৯৭ রানের জবাব দিতে নেমে বাংলাদেশ করতে পারে কেবল ১৬৪।
১৩৩ রানের বিশাল হারে ভারত সিরিজ শেষ করল নাজমুল হোসেন শান্তর দল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে রানের হিসাবে আজকেরটি ভারতের তৃতীয় সর্বোচ্চ জয়।
২৯৮ রানের রেকর্ড টার্গেট টপকাতে নেমে শুরুর বলেই উইকেট হারান ওপেনার পারভেজ হোসেন ইমন। পাহাড়সম রানের বিপরীতে গোল্ডেন ডাকের শিকার ওপেনার। আরেক ওপেনার তানজিদ হাসান তামিম বিদায় নিয়েছেন ১২ বলে ১৫ করে।
অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ব্যর্থ হয়েছেন চরমভাবে। দলকে স্বস্তি এনে দেবার ১১ বলে ১৪ করে দলকে ডুবিয়েছেন আরও। এরমাঝেই নিতিশ কুমার রেড্ডির এক ওভারে পাঁচ বাউন্ডারি হাঁকিয়েছেন লিটন দাস। পাওয়ার প্লের ৬ ওভারে ৩ উইকেটে বাংলাদেশের রান ৫৯।
মাহমুদউল্লাহ রিয়াদ ক্যারিয়ারের বিদায় বেলায় ব্যাট হাতে করলেন কেবল ৮ রান, তাও আবার বেশি বল (৯) খেলে। রিয়াদের বিদায়ের পর শেখ মেহেদী আউট হন ৯ বলে ৩ রানে। তবে একা হাতে লড়াই চালিয়ে ৩৫ বলে তাওহীদ হৃদয়ের পঞ্চাশ। শেষ অবদি অপরাজিত থাকেন ৬৩ রানে।
নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে বাংলাদেশ থামে ১৬৪ রানে।