টি-টোয়েন্টি খেলে আউট রোহিত, জাইসাওয়াল
টি-টোয়েন্টি খেলে আউট রোহিত, জাইসাওয়াল
টি-টোয়েন্টি খেলে আউট রোহিত, জাইসাওয়াল
কানপুর টেস্টের চতুর্থ দিনে এসে প্রথম ইনিংসে বাংলাদেশ অলআউট হয় ২৩৩ রানে। ম্যাচের ফলাফল নিজেদের করে নিতে ভারত ব্যাটিং শুরু করে টি-টোয়েন্টি মেজাজে। চার-ছক্কার বন্যায় ভেসে যায় কানপুরের গ্রিন পার্ক। ইয়াশভি জাইসাওয়াল আগে থেকেই যেন মনস্থির করেই নেমেছেন মাঠে, সব বলই মাঠ ছাড়া করবেন। স্কোরবোর্ডও বলছে জাইসাওয়ালের সামনে কতটা বেগ পেতে হয়েছে টাইগার বোলারদের। ১৬ ওভারে ভারতের রান ১৩৮, হাতে বাকি ৮ উইকেট।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে দ্রুততম দলীয় পঞ্চাশ রান এখন ভারতের। মাত্র ৩ ওভারে ভারত স্কোরবোর্ডে পেয়ে যায় ৫১ রান। ১০.১ ওভারে ভারতের রান ১০৩, দ্রুততম দলীয় শতরানের রেকর্ডও এবার লেখা হলো ভারতের নামে। চা বিরতিতে যাওয়ার আগে ভারতের সংগ্রহ ২ উইকেটে ১৩৮। বাংলাদেশের প্রথম ইনিংসের চেয়ে ভারত এখন পিছিয়ে কেবল ৯৫ রানে।
৫১ বলে ৭২ রানের ইনিংস খেলে হাসান মাহমুদের নিচু হয়ে আসা ডেলিভারিতে বোল্ড হন জাইসাওয়াল। চতুর্থ দিনের চা বিরতিতে যাওয়ার আগে শুবমান গিল.৩৭, রিশাব পান্ট ৪ রানে অপরাজিত।
ইয়াশভি জাইসাওয়াল ও রোহিত শর্মার ব্যাটিং তান্ডবে বাংলাদেশের পেস অ্যাটাক হয়ে যায় দিশেহারা। তবে চতুর্থ ওভারে মেহেদী হাসান মিরাজ অ্যাকশনে আসতেই থমকে যায় ভারতের রানের চাকা। ওভারের চতুর্থ ডেলিভারিতে লেগ বিফোরের আবেদনে রোহিতকে আউট দেন আম্পায়ার। তবে রিভিউ চ্যালেঞ্জ জানিয়ে উইকেট বাঁচানো রোহিত পরের বলেই হন বোল্ড। ১১ বলে ২৩ করে প্যাভিলিয়নে ফিরে যেতে হয় রোহিত শর্মাকে। দলীয় ৫৫ রানে প্রথম উইকেট হারায় ভারত।
৩১ বলে পঞ্চাশ রান পূর্ণ করেন জাইসাওয়াল। টেস্টে ভারতের হয়ে এটি চতুর্থ দ্রুতগতির ফিফটি। ১০ ওভারের ভারতের রান ৯৯। পরের ওভারে প্রথম ডেলিভারিতেই বাউন্ডারি হাঁকিয়ে ভারতকে দ্রুততম শতরানের মাইলফলক ছুঁয়ে দেন জাইসাওয়াল। রোহিতের বিদায়ের পর জাইসাওয়ালকে দারুণভাবে সঙ্গ দেন শুবমান গিল।