Image

ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ফাইনালে ভারত

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 4 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ফাইনালে ভারত

ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ফাইনালে ভারত

ইংল্যান্ডকে পাত্তা না দিয়ে ফাইনালে ভারত

বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপের চলমান নবম আসরের দ্বিতীয় সেমিফাইনালে ইংলিশদের হারিয়ে তৃতীয়বারের মতো ফাইনালে উঠে গেল ভারত।

বৃহস্পতিবার ওয়েস্ট ইন্ডিজের গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয় ভারত-ইংল্যান্ড। এদিন আগে ব্যাট করে ৭ উইকেটে ১৭১ রান করে ভারত। টার্গেট তাড়া করতে নেমে ১৬.৪ ওভারে ১০৩ রানেই অলআউট হয় ইংল্যান্ড। 

ফলে ২০ বল হাতে রেখেই ৬৮ রানের বিশাল জয় পায় ভারত।

২য় সেমিফাইনালে টস জিতে ভারতকে আগে ব্যাটিংয়ে পাঠায় ইংল্যান্ডের ক্যাপ্টেন জস বাটলার। ব্যাটিংয়ে নেমে দলীয় মাত্র ১৯ রানেই সাজঘরে ফেরেন ভিরাট কোহলি। স্কোরকার্ডে আর ১১ রান যোগ করতেই দলীয় ৪০ রানে আউট হন রিশাব পান্ট। 

এরপর সুরিয়াকুমার যাদবকে সঙ্গে নিয়ে ৫০ বলে ৭৩ রানের জুটি গড়েন অধিনায়ক রোহিত মর্শা। তিনি ৩৯ বলে ৬টি চার আর দুটি ছক্কার সাহায্যে ৫৭ রান করেন। 

তারপর ইংলিশ বোলারদের উপর তান্ডব চালান সুরিয়াকুমার যাদব। ৩৬ বলে চারটি ৪ ও ২ ছক্কায় তিনি করেন ৪৭ রান। তিনি আউট হওয়ার পর দ্রুত ফিরে যান হার্দিক পান্ডিয়া ও শিবাম দুবে। হার্দিক করেন ১৩ বলে ২৬ রান । শেষ দিকে আক্সার প্যাটেল করেন ৬ বলে ১০ রান। 

শেষ পর্যন্ত ৭ উইকেট হারিয়ে ১৭১ রান সংগ্রহ করে ভারত। ইংল্যান্ডের হয়ে ক্রিস জর্ডান ৩ ওভারে ৩৭ রান খরচ করে ৩ উইকেট শিকার করেন।

লক্ষ্য তাড়ায় ইংল্যান্ড প্রথম ৩ ওভারে বিনা উইকেটে ২৬ রান তোলে । চতুর্থ ওভারে প্রথম বলেই জস বাটলারকে আউট করেন আক্সার। ব্যাক্তিগত ২য় ওভারে এসে তিনি বোল্ড করেন জনি বেয়ারস্টোকে। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে ইংল্যান্ড করে ৩৯ রান। এরপর আবার শুরু হয় ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিল।

আক্সার প্যাটেলের ৩য় শিকার মইন আলি। স্যাম কারেনকে বিদায় করেন কুলদ্বিপ। নিজের পরের দুই ওভারে তিনি ফেরান হ্যারি ব্রুক ও ক্রিস জর্ডানকে। এদিন ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ রান করেন হ্যারি ব্রুক। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ২৫ রান। ইংলিশদের উইকেটে আসা যাওয়ার মিছিলে আর্চারকে আউট করে ভারতকে ফাইনালে পৌছে দেয় জাসপ্রিত বুমরাহ। 

Details Bottom