চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা
চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতের শক্তিশালী দল ঘোষণা
আগামী মাসেই শুরু হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। দুই বারের চ্যাম্পিয়ন ভারত একটু দেরিতেই প্রকাশ করল তাদের স্কোয়াড। চোট ইস্যু থাকলেও জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামিকে নিয়েই ভারতের দল ঘোষণা। রোহিত শর্মার ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন শুবমান গিল।
অবশেষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ভারতীয় দল ঘোষণা। টুর্নামেন্টের দল জমা দেওয়ার সময়সীমা ছিল ১২ জানুয়ারি। ভারতীয় ক্রিকেট বোর্ড কিছুটা সময় চেয়ে নিয়েছিল আইসিসির কাছ থেকে।
২০২৩ সালে ওয়ানডে বিশ্বকাপে রানার্স, গত বছর টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন করা রোহিত শর্মার উপরই ভরসা রাখা হচ্ছে। ১৫ সদস্যের স্কোয়াডের বাইরে রাখা হয়েছে মোহাম্মদ সিরাজকে। চারজন স্পিনার ও তিন পেসার নিয়ে সাজানো হয়েছে ভারতের স্কোয়াড।
দলে নেই কোনো চমক। অভিজ্ঞদের নিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির মিশনে যাচ্ছে ভারত। পাকিস্তান আয়োজক হলেও হাইব্রিড মডেলে হবে ২০২৫ চ্যাম্পিয়ন্স ট্রফি আসর। ভারতের সব ম্যাচই হবে দুবাইতে। একটি সেমিফাইনাল এবং ভারত ফাইনালে উঠলে সেই ম্যাচও দুবাইতেই।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত দল-
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল (সহ-অধিনায়ক), ভিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, যশস্বী জয়সওয়াল, লোকেশ রাহুল, রিশাব পান্ট, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, আক্সার প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদ্বীপ যাদব, জাসপ্রীত বুমরাহ, মোহাম্মদ শামি, আর্শদ্বীপ সিং।