Image

আয়ারল্যান্ডের ৯৬ রান টপকাতে ভারত খেলল ৭৪ বল

৯৭ প্রতিবেদক:

প্রকাশ : 5 মাস আগেআপডেট: 1 সেকেন্ড আগে
আয়ারল্যান্ডের ৯৬ রান টপকাতে ভারত খেলল ৭৪ বল

আয়ারল্যান্ডের ৯৬ রান টপকাতে ভারত খেলল ৭৪ বল

আয়ারল্যান্ডের ৯৬ রান টপকাতে ভারত খেলল ৭৪ বল

আয়ারল্যান্ডকে ৮ উইকেটের বিশাল ব্যাবধানে হারিয়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের শুরুটা রাঙাল ভারত। বিশ্বকাপ মিশনে নেমেই নিজেদের শক্তি দেখাল রোহিত শর্মার দল। আর্শদ্বীপ সিং ও হার্দিক পান্ডিয়ার বোলিং তোপের সামনে রীতিমতো অসহায় আত্মসমর্পণ করে বসে আইরিশরা। নিউইয়র্কে এদিন ব্যাট হাতেও চলে ভারতীয়দের দাপট, রোহিতের ফিফটি আর পান্টের ক্যামিওতে টিম ইন্ডিয়া ৯৭ রানের টার্গেট টপকে যায় সহজেই। 

বুধবার নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলতে নামে আয়ারল্যান্ড ও ভারত। টসে জিতে প্রথমে বোলিং করার সিন্ধান্ত নেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। টস হেরে ব্যাট করতে নামা আয়ারল্যান্ড শুরু থেকেই চাপে পড়ে যায়। তৃতীয় ওভারেই আইরিশরা হারিয়ে ফেলেন দুই দুইটা উইকেট। উইকেট দুটি নিয়েছেন আর্শদ্বীপ সিং।  

উইকেটরক্ষক রিশাব পান্টের হাতে ক্যাচ তুলে আউট হন পল স্টার্লিং। তিনি করেন ৬ বলে ২ রান। ওই ওভারেই ১০ বলে ৫ রান করে বোল্ড হয়ে যান আরেক ওপেনার অ্যান্ডি বালবার্নি।

পাওয়ার প্লে শেষে সপ্তম ওভারে এসেই উইকেট তুলে নেন হার্দিক পান্ডিয়া। তিনি বোল্ড করেন লরকান টাকারকে। আউট হওয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৩ বলে ১০ রান। স্লো উইকেটে রান তুলতে হিমসিম খাচ্ছিলেন আইরিশ ব্যাটাররা। ১৬ বল খেলে মাত্র ৪ রান করে জাসপ্রীত বুমরাহর বলে আউট হয়ে যান টেক্টর। পরবর্তীতে জুটি গড়ার চেষ্টা করেন জশ লিটল ও গ্যারেথ ডেলানি, কিন্তু সেটাও ভেঙে দেন জাসপ্রীত বুমরাহ। শেষ পর্যন্ত ৪ ওভার বাকি থাকতেই ৯৬ রানে অলআউট হয়ে যায় আয়ারল্যান্ড। 

আয়ারল্যান্ডের পক্ষে সর্বোচ্চ রান করেন ডেলানি। তিনি করেন ১৪ বলে ২৬ রান। ভারতের পক্ষে ৪ ওভারে এক মেডেনসহ ২৭ রান দিয়ে ৩ উইকেট নেন হার্দিক পান্ডিয়া। আর্শদ্বীপ ও বুমরাহ নেন দুটি করে উইকেট। আক্সার প্যাটেল ও মোহাম্মদ সিরাজ নেন ১টি করে উইকেট। 

সহজ জয়ের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় ভারত। ৫ বলে ১ রান করে আউট হয়ে যান ওপেনিংয়ে খেলতে নামা ভিরাট কোহলি। তবে ধাক্কা সামলে নেন রোহিত শর্মা ও রিশাব পান্ট।  ৪৪ বলে ৫৪ রানের জুটির পর মাঠ ছেড়ে যান রোহিত। ইনিংসের শুরুর দিকে একটি বাউন্সার গিয়ে তার হাতে লেগেছিল। পরে কিছুক্ষণ ব্যাট করলেও ১১তম ওভারে গিয়ে মাঠ ছাড়েন রোহিত। ৪ চার ও ৩ ছক্কায় ৩৭ বলে ৫২ রান করেন। 

পরবর্তীতে পান্টের ২৬ বলে অপরাজিত ৩৬ রানে জয়ের লক্ষ্য তাড়া করে ফেলে ভারত। ফলে ৪৬ বল বল বাকি থাকতেই ৮ উইকেটের বড় হয় পায় তারা। আইরিশদের হয়ে দুটি উইকেট নেন মার্ক অ্যাডায়ার ও বেঞ্জামিন হোয়াইট।

Details Bottom