ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিত শর্মা পাকিস্তানের পক্ষে যা বললেন
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিত শর্মা পাকিস্তানের পক্ষে যা বললেন
ভারত-পাকিস্তান ম্যাচ নিয়ে রোহিত শর্মা পাকিস্তানের পক্ষে যা বললেন
প্রথম ম্যাচে স্বাগতিক যুক্তরাষ্ট্রের কাছে পরাজয়ে হতবাক পাকিস্তান। সেই রেশ কাটতে না কাটতে আজ চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের মোকাবেলা করবে তারা। স্বভাবতই ব্যাকফুটে রয়েছে বাবর আজমের দল। তবে এ ম্যাচকে মোটেই হালকাভাবে নিতে চাচ্ছেন না ভারতের অধিনায়ক রোহিত শর্মা।
নিউইয়র্কের নাসাউ কাউন্টি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রাত ৮.৩০টায় দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মধ্যকার ক্রিকেটীয় লড়াই অনুষ্ঠিত হবে। তার আগে প্রেস কনফারেন্সে ভারতের রোহিতের মুখে এসেছে পাকিস্তানের স্তুতি।
রোহিত বলেছেন পাকিস্তানের রয়েছে ফাইনাল খেলার সামর্থ্য। কেননা গত টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের কাছে পরাজয়ের পরও তারা ফাইনাল খেলেছিল।
'টি-টোয়েন্টি ক্রিকেটে এটাই অভাবনীয় মুহুর্ত, যেকোন কিছুই সম্ভব। এমনকি গত বিশ্বকাপেও জিম্বাবুয়ের কাছে হেরেছিল পাকিস্তান। তবুও তারা ফাইনালে খেলেছিল। প্রতিপক্ষ তাদের শেষ হেরেছে, তাই বলে এটা মানা যায় না যে তারা খারাপ খেলবে বা আবারও হারবে। তারা অবশ্যই তাদের ভুল শুধরে লড়াইয়ে নামবে', বলেন রোহিত।
দলের জন্য সেরা পারফরম্যান্সের কথা উল্লেখ করতে গিয়ে রোহিত দলের সমষ্টিগত সামর্থ্য ও চেষ্টাকে বেশি গুরুত্ব দিচ্ছেন।
'পিচ এবং প্রতিপক্ষ যাই থাকুক, আমাদের সবাইকে সেরা ক্রিকেট খেলতে হবে। পাকিস্তানের বিপক্ষে নামার আগে আমাদের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে এবং আমরা পরিস্থিতি অনুযায়ী খেলবো।'
'আমাদের দলটি অভিজ্ঞ খেলোয়াড়দের দ্বারা সমৃদ্ধ। আমাদের তাদের থেকে সেরাটাই আশা করি। আমরা এক বা দুইজনের প্রতি নির্ভর থাকতে চাই না। পুরো একাদশকেই তাদের সেরাটা উপস্থাপন করতে হবে।'
নিউইয়র্কের স্টেডিয়ামের কন্ডিশন নিয়ে বর্ণনা করতে গিয়ে রোহিত জানান, ভারত আগে দুটো ম্যাচ এখানে খেললেও উভয় দলই একই পরিস্থিতির অবতীর্ণ হবে।
'নিউইয়র্কের কন্ডিশন ও সুযোগ উভয় দলের জন্যই সমান। এখানে আমরা ৬-৭ দিন ধরে আছি। এটা আমাদের হোমগ্রাউন্ড না।'
'যে দল ভালো খেলবে, তারাই জয়লাভ করবে। কে নিউইয়র্কে আগে আসলো, এটা কোন ব্যাপার না। আমরা নিজেরাও জানিনা উইকেটটা কেমন হতে পারে,' রোহিত যোগ করেন।